কবি বিজয় গুপ্ত-র মনসামঙ্গল কাব্য যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
জালিয়া হইয়া তোরা নাহি বাহ জাল | তেকারণে এত দুঃখ পাও চিরকাল || জাল বাহিতে যাও কালীদয় সাগর | সর্ব সুঃখ ঘুচিবে আমি দিলাম বর || স্বপ্ন দেখিয়া দুই ভাই হরষিত মন | মায়ের ঠাঁই কহে গিয়া স্বপ্ন বিবরণ || বুড়ী বলে আরে শুভদিন হইল | এত দিনে আমাদের দুঃখ ঘুচিল || এই মতে তিনজন রহিল জাগিয়া | জাল সমেত নৌকা আসিল ভাসিয়া ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ঝালুবাড়ির পূজা পালা
৩
( জালেতে পাইয়া ঘট ঝালু চিন্তিত |
কোন দেবের ঘট জালে পাইল আচম্বিত ||
দুই ভাই ঘট পেয়ে আনন্দিত হয় |
ক্ষুদ-কড়া থোবে বলি জলে না ফেলায় || )
ঝালুমালু দুই ভাই কথা শুন মোর |
এই ঘট লইয়া তুমি চলহ সত্বর ||
হেলা করিয়া যদি দাও ফালাইয়া |
তক্ষণে মরিবা মুকে রক্ত উঠিয়া ||
এতেক শুনিয়া তারা মনে পাইল ভয় |
বুড়া মায়ের তরে গিয়া সব কথা কয় ||
লড় দিয়া বুড়ী তখন আইল ধাইয়া |
সপটে প্রণাম করে ঘট দেখিয়া ||
বুড়ী বলে আরে পুত্র শুভদিন হইল |
এতদিনে তোমা সবার দুঃখ ঘুচিল ||
এতদিন পরে দুঃখ ঘুচিল তোমার |
সামগ্রী পাইবা কোথা এ ঘট পূজিবার ||
ধূপ দীপ ফুল চন্দন যতনেতে আন |
মেষ মহিষ ছাগ আন দিতে বলিদান ||
খৈ দৈ আন যাহা দেবের লোভন |
আতপ তন্ডুল আন দেখিতে শোভন ||
পূজার মন্ডপ কর পরম সুন্দর |
এই ঘট স্থাপ গিয়া তাহার ভিতর ||
মায়ের বাক্যেতে ঝালু আনন্দিত হইয়া |
যথোচিত পূজার দ্রব্য আনিলেক গিয়া ||
( পদ্মার বচনে তার কতুক হইল বড়ি |
সম্ভেদ পড়িল গাইন বলহ লাচারি || )
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ঝালুবাড়ির পূজা পালা
২
ঝালু বলে মালু ভাই জাল বাহিবারে যাই চল যাই কালীদয় সাগর | ( কালীদয়ে গভীর জল নৌকা করে টলমল জালে মত্স্য না বাজিবে আজু || ) জননীর বচন সার আসিলাম জাল বাহিবার কেন আসিলাম কালীদয় সাগর || মালু বলে ঝালু দাদা আসিতে না পড়িল বাধা জাল লইয়া যাব দুই ভাই | এক খেও উঠা উঠ না বাজিল মত্স্য একগুটি জাল লইয়া চলো ঘরে যাই || ঝালু মালু দুইজন কান্দিয়া অচেতন জাল এড়ি চলিল তখন | আর খেও উঠা উঠ বাজিল সুবর্ণ ঘট বিস্মিত হইল দুইজন || জালু বলে মালু ভাই কহিয়ে তোমার ঠাঁই ঘট কর জলে বিসর্জন | পদ্মাবতী দরশনে সানন্দে বিজয় ভণে ঘট পাইয়া ভাবে দুইজন ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ঝালুবাড়ির পূজা পালা
৪
ঘট সরা লইয়া সাথে চলে ঝালু রাজপথে কুরূপ ছিল হইল দিব্য কায়ে | ঝালুর পুরীর মাঝে সুললিত বাদ্য বাজে নারীগণ করে জয়ে জয়ে || বিদ্যাধরী নাচয়ে গন্ধর্বে গীত গায়ে চারিদিকে হইল রত্নময় | চামরে বাতাস করে মউরে পেখম ধরে আনন্দে বলিছে ঝালুর মায় || ঝালুর মায়ে ঘট পাইয়া নিজ ঘরে ছাপাইয়া পূজা করে বিষহরি আই | ঝালুর মায়ের পুরী দেখি স্বর্গপুরী দেবী পূজা করে সর্বদাএ || পদ্মাবতী দরশনে আনন্দে বিজয় ভণে সদয়ে হও দেবী পদ্মাবতী ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ঝালুবাড়ির পূজা পালা
৫
এই মতে আছেন পদ্মা আনন্দিত মন |
সোনেকারে পদ্মাবতী দেখাইল স্বপন ||
উঠ উঠ আগে সোনকা সুন্দরী |
তোমাকে বর দিতাম আসিলাম বিষহরি ||
তোর দুঃখ দেখিয়া মোর দহে কলেবর |
জালুর মন্ডবে যাইয় দিব পুত্রবর ||
অন্তর্ধান হইলা তবে দেবী পদ্মাবতী |
স্বপ্ন দেখিয়া সোনাই উঠে শীঘ্র গতি ||
মনে মনে সোনকা হরিষ অন্তর |
দেবীর পূজার সজ্জা লইল বিস্তর ||
ছাগল মহিষ মেষ লইয়া চলিল |
ধূপ দীপে নৈবেদ্য আদি উপহার দিল ||
সোমাই পন্ডিতেরে সোনা সঙ্গেতে লইল |
ছয় বধূ সঙ্গে করি সোনকা চলিল ||
হাটিতে না পারে সোনাই চরণে নূপুর |
জালুয়ার মন্ডব জানি আর কতদূর ||
এইমতে ঝালুর বাড়ি গেলেন সোনকা |
সোনকা দেখিয়া পদ্মা আপনে দিল দেখা ||
পদ্মারে দেখিয়া সোনাই বন্দিলা চরণ |
কহিতে লাগিল সোনাই যত বিবরণ ||
নানাবিধ নৈবেদ্য দিল ভরি স্বর্ণ থাল |
শ্বেত ধূপ দিয়া সোনাই জ্বালিল পাজাল ||
ছাগ মৈষ মেষ কত দিল শতে শতে |
নবলক্ষের পূজা সোনাই করিল ভাল মতে ||
তাহা দেখি পদ্মাবতী বিমুখ হইছে |
চান্দর ঘরণী সোনাই কিসেরে আসিছে ||
এতেক শুনিয়া সোনাই বলিলেক বাণী |
ছয় পুত্র মোর মারিছ আপনি ||
শিশু হতে ভাবি তুমি পরে কেহ নাই |
তার ফল দিল মোরে বিষহরি আই ||
কান্দি কান্দি সোনাই হইল মূর্চ্ছিত |
তোমার সেবা করি মোর এত বিপরীত ||
এতেক শুনিয়া দেবী হরিষ অন্তর |
বর মাগহ সোনাই দিব পুত্র বর ||
মনসার বাক্যে সোনাই হরিষ হৃদয় |
লাচারি প্রবন্ধে বল এইত সময় ||
. **************** সূচি...
মিলনসাগর
সেই সব কথা বলিতে বড় দুঃখ পাই ||
চান্দ বনিতা সেই সোনেকা সুন্দরী |
রাত্রিদিন ভাবে সেই বিষহরি ||
মশার দোষেতে দিলাম মশারিতে আগুন |
সোনেকার দুঃখে প্রাণ জ্বলিছে দ্বিগুণ ||
আজি তারে বর দিব ঝালুয়ার ঘরে |
পুত্র বর দিব আমি সোনেকার তরে ||
এ কথা শুনিয়া হাসে রজক কুমারী |
চির কাল চান্দ বেনে হয় তব বৈরী ||
মাসী রূপে হয়ে তারে দাও দরশন |
ঝালুর মন্ডপে যেতে বলিও বচন ||
নেতার বচনে পদ্মা না করিল আন |
চম্পক নগরে গেল সোনার বিদ্যমান ||
হাতে লাঠি করি যায় অতি বৃদ্ধা হইয়া |
ধরিল সোনার গলা হরষিত হইয়া ||
মুই তোর মাসী হই তুই সেই বোন ঝি |
দেখা শুনা নাই মোরে চিনিবি কি ||
পরম্পরায় তোমার কথা লোকেতে শুনিলাম |
শুনিয়া দুঃখের কথা দেখিতে আইলাম ||
ছয়পুত্র শোকে তুমি ব্যাকুল হইয়া |
ঘরে বসিয়াছ তুমি চান্দ না দেখিয়া ||
কোপে যদি বাণিজ্যেতে যায় সদাগর |
তবে আর দেখা না হবে এ বার বত্সর ||
মোর এক বোল সোনাই যতনেতে ধর |
বাড়ির ভিতর ডাকি আন সদাগর ||
প্রিয় বচনেতে তুমি তোষ তার মন |
কিবা দোষ তারর হইল দৈবের কারণ ||
যত কিছু কহে বুড়ি সোনাইর মনে লয় |
ভাল যুক্তি মোরে দিয়াছেন মাসিমায় ||
বুড়ি বলে পথে আসতে শুনিলাম কথা |
ঘট পাইয়াছে নাকি ঝালুয়ার মাতা ||
সেই ঘট গিয়া তুমি পূজহ সত্বর |
সেইখানে মনসা তোমারে দিবে বর ||
মাসীর বচনে সোনার আনন্দিত চিত |
ডাক দিয়া আনিলেক সোমাই পন্ডিত ||
যোড় হস্তে সোনেকা বন্দিল চরণ |
আশীর্বাদ করিলেক সোমাই ব্রাহ্মণ ||
দৈব দোষে মরে পুত্র প্রভুর কিবা দোষ |
অন্তঃপুরে নাহি আসে মোরে করি রোষ ||
আজি মোর প্রাণ পোড়ে প্রভু না দেখিয়া |
আমার সংবাদ দ্বিজ প্রভুরে কই গিয়া ||
এতেক শুনিয়া সোমাই হরষিত হইল |
চান্দর নিকটে বুড়া সত্বর চলিল ||
সাধুর নিকটে কহে সোমার বচন |
শুনিয়া হরিষ হইল সাধুর নন্দন ||
সাধু বলে কহি শুন সোমাই পন্ডিত |
আজু নিশাকালে আমি যাইব পুরিত ||
এ সব বচন বুড়া সোমারে কহিল |
শুনিয়া সোনেকা রাণী হরষিত হইল ||
বাটিয়া কুড় পিঠলি যে সোনেকা তখন |
স্নান হেতু সমুদ্রেতে চলিল তখন ||
স্নান করিবারে যায় সোনেকা সুন্দরী |
নানা বিধ পূজার সজ্জা নিল সঙ্গে করি ||
স্নান করি সোনারাণী তখন ভাবিলা |
ঝালুয়ার বাড়ি তবে সোনেকা চলিলা ||
নানা উপহারে পূজা করিলা তখন |
কাকুতি করিয়া পড়ে মনসা চরণ ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ঝালুবাড়ির পূজা পালা
৭
( দিলাম দিলাম পুত্র বর নাম থুইও লক্ষ্মীন্দর হইলে মাত্র আনিব হরিয়া | শুন ওহে বিষহরি আই এ বরে মোর কার্য নাই দেও মোরে এ বর ছাড়িয়া || ) দিলাম দিলাম পুত্রবর নাম থুইও লক্ষ্মীন্দর কর্ণবেধে আনিব হরিয়া | শুন ওহে বিষহরি আই এ বরে মোর কার্য নাই দেও মোরে এ বর ছাড়িয়া || দিলাম দিলাম পুত্র বর নাম থুইও লক্ষ্মীন্দর অন্নপ্রাশনে আনিব হরিয়া | শুন ওহে বিষহরি আই এ বরে মোর সাধ নাই দেও মোরে এ বর ছাড়িয়া || দিলাম দিলাম পুত্র বর নাম থুইও লক্ষ্মীন্দর বিয়ার রাত্রে আনিব হরিয়া | নেতা বলে সোনা শুন বিলম্বে নাহিক গুণ হৈলে পুত্র না করাও বিয়া || এতেক ভাবিয়া রাণী আপন হৃদয় গণি লইল বর আঁচল পাতিয়া | পদ্মাবতী দরশনে সানন্দে বিজয় ভণে লইল বর মস্তকে বান্ধিয়া ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ঝালুবাড়ির পূজা পালা
৮
বর দিয়া পদ্মাবতী কৌতুক অন্তর |
দিব্য পুত্র হবে তোমার পরম সুন্দর ||
পরম সুন্দর হবে গুণের সাগর |
তাহা হইতে হইবে মোর বাদের উদ্ধার ||
আর এক কথা কহি শুন মোর বাণী |
বিয়ার রাত্রে তারে দংশিবে নাগিনী ||
সোনা বলে মোর এই বরে নাহি সাধ |
পুত্র বর দিয়া শেষে করিবা প্রমাদ ||
এই বলিয়া পদ্মাবতী হইল অন্তর্ধান |
হরিষ বিষাদে সোনা করিল প্রণাম ||
বাড়িতে গিয়া সোনেকা চড়াইল রন্ধন |
বন্ধু বান্ধব লইয়া করিলা ভোজন ||
নিরামিষ আমিষ রান্ধে পঞ্চাশ ব্যঞ্জন |
স্নান করিল তবে সাধুর নন্দন ||
স্নান করি করে সাধু দেবতা অর্চন |
হরিষ হইয়া সাধু করিল ভোজন ||
হস্ত পাখালিল সাধু ভৃঙ্গারের জলে |
মুখ শুদ্ধ করে সাধু কর্পূর তাম্বুলে ||
অল্প কিছু সোনেকা যে করিল ভোজন |
বিচিত্র শয্যায় দোহে করিল শয়ন ||
বিধির নির্বন্ধ কভু খন্ডন না যায় |
সেই দিন ঋতুমতি হইল সোনেকায় ||
সোনেকার রূপ বেশ শোভা করে অতি |
মদন রাজারে যেন দেখা দিল রতি ||
মদন মোহিত হইয়া চান্দ সদাগর |
হাতে ধরি তুলি নিল খাটের উপর ||
প্রিয়া তোরে দেখিয়া প্রাণ নহে স্থির |
কামবানে দহিতেছে আমার শরীর ||
চান্দ সোনা কথা কহে কৌতুক হইল বড়ি |
সংবাদ পড়িল ভাই বলরে লাচারি ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ঝালুবাড়ির পূজা পালা
৯
আজুকার আলিঙ্গন হবে পুত্র সুলক্ষণ তোর দেখি নূতন যৌবনে || সোনা বলে সদাগর বৃদ্ধ বয়স মোর লজ্জা নাই ও চন্দ্র বদনে || আচম্বিতে সদাগর কুচের উপরে কর ধরিয়া বসাইল বাম পাশ | বিস্তর রতির শ্রমে সর্বাঙ্গ তিতিল ঘামে ততক্ষণে খসিল মহারস || পদ্মাবতী দরশনে আনন্দে বিজয় ভণে চান্দ সোনা খাটের উপর ||
. **************** সূচি...
মিলনসাগর
|
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ঝালুবাড়ির পূজা পালা
১০
খাটের উপর নিদ্রা যায় দুই জন |
নেতার নিকট পদ্মাবতী কহেন তখন ||
বুদ্ধি বল ওগো নেতা কি হবে উপায় |
সোনেকার পুত্র আমি পাইব কোথায় ||
সোনেকার তরে আমি দিছি পুত্রবর |
কোথায় পাইব আমি চান্দর কোঙর ||
বর পাইয়া সোনা হইয়াছে হরিষ মন |
কাম ভাবে রহিয়াছে চান্দর সদন ||
নেতা বলে পদ্মাবতী শুন মোর কথা |
অবিলম্বে চলে যাও শিব আছেন যেথা ||
অনিরুদ্ধ ঊষা গিয়া আন দুইজন |
এইরূপে পদ্মাবতী ভাবে মনে মন ||
বিজয় গুপ্ত রচে পুথি মনসার বর |
ঝালু বাড়ির পূজা পালা এইখানে সোসর ||
. **************** সূচি...
মিলনসাগর
কবি বিজয় গুপ্তর
মনসা মঙ্গল
ঝালুবাড়ির পূজা পালা
৬
লক্ষ টাকা ঝালু সঙ্গতি করিয়া |
বাজার করিতে চলে হরষিত হইয়া ||
কুমার দোকানে কিনে ঘট আর সরা |
কবি বিজয় গুপ্তর মনসা মঙ্গল
ঝালুবাড়ির পূজা পালা
১
চান্দরে দেখিয়া সোনা না চাহে তার ভিতে | পুত্রশোকে কান্দে সোনা পড়িয়া ভূমিতে || আপন দোষেতে বিবাদ হইল দ্বিগুণ |
|
এই পাতায় কোনো ভুল-ত্রুটি চোখে পড়লে অথবা যদি কোথাও ভুল বলে মনে হয়, তাহলে আমাদের এই ইমেলে জানাবেন। আমরা শুধরে নেবার চেষ্টা করবো। srimilansengupta@yahoo.co.in
|
|
|