রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
রূপরামের ধর্ম্মমঙ্গল বন্দনা পালা || সরস্বতী-বন্দনা || |
মুঞি পাপী নরজাতি শুন মাতা সরস্বতী রাগ তাল কিছু নাঞি জানি | রাগের রাগিনী যত তাহা ন কহিব কত তাল দেহ উপরে গাথনি || মালব রাগের সার ছয় প্রিয়া বন্দো আর ধানসী মালসী দুইজনে | রামক্রিয়া সিন্ধুছাড়া ছত্রিশ রাগের চূড়া গান শুন আপনার গুণে || শুন মাতা নিবেদন হাসে পাছে লোক জন ওর মাতা আমার আসরে | তুমি থাক যার ঘটে সেজন পন্ডিত বটে সেই বৈসে সভার ভিতরে || ডাহিনে বামে পালি গায় ভরসা তোমার পায় মূলের স্কন্ধে এসে কর ভর | নাম লজ্জানিবারণী মুঞি মূর্খ কিবা জানি কি মহিমা দিব পাপী নর || করজোড়ে করি স্তুতি বন্দো মাতা সরস্বতী পূর্ণ কর নায়কের বাসনা | ধর্ম্মের আদেশ পান দ্বিজ রূপরাম গান যারে হইল দৈবের ঘটনা || . ****************** . পাতার উপরে . . . মিলনসাগর |