রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
নিলা ভর মূষিক উপর | এক ধ্যান করি চিত নহে কভু পরাজিত স্মঙরিলে বিষম সমর || রাতুল চরণ মাঝে সুবর্ণ নপুর সাজে কিঙ্কিণী বলয়া বিভূষিত | সরণি তরণি যাম প্রকাশিলা মুনিরাম মধুলোভে অলি গায় গীত || বন্দো গণপতি দেবের চরণ | নিবেদয়ে তব দাস সর্ব্ব বিঘ্ন কর নাশ তব পায় করিনু বন্দন || বিধি বিষ্ণু হরি হর কে আছে তোমার পর কমল-আসনে করতার | পন্ডিত পুরাণ দেখে মহামুনিগণ লিখে তুমি দেব সংসারের সার || দ্বিজ ধর্ম্মদাসে গায় কৃপা কর গণরায় নায়কের করহ কল্যাণ | শুনিলে যাহার গীত আনন্দে পুলকে চিত দ্বিজ রূপরাম রস গান || . ****************** . পাতার উপরে . . . মিলনসাগর |
রূপরামের ধর্ম্মমঙ্গল বন্দনা পালা |
|| গনেশ বন্দনা || পদযুগে করি নতি বন্দো দেব গণপতি শোভে দন্ত বদনকমলে অতি মনোহর তনু জিনি প্রভাতের ভানু পদ্মরিপু মুকুটমন্ডলে || সদা পট্ট দড় শান্তি নখর রুচির কান্তি তেজিএ কলঙ্ক দ্বিজরাজ | |