রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| আদ্য ঢেকুর পালা ||
পৃষ্ঠা                     ১০
গৌড়েশ্বর রাজা হৈল পাটের উপর |
বারতা পাইল সভে দেশ-দেশান্তর ||
পাট-হস্তী বলে তখন গৌড়েশ্বরের কানে |
রাজা হৈলে পাত্র চাই শুনিছি পুরাণে || ]
[ বেণুরাজার সুত বটে মহোমদ পাতর |
ভানুমতী বড় কন্যা গুণের সাগর ||
গৌড়েশ্বরে বিভা দিল কন্যা ভানুমতী |
দিবানিশি থাকে যেই কন্যার সংহতি ||
বুদ্ধ্যের সাগর বড় মহাদ্যা পাতর |
করিল প্রধান পাত্র রাজা গৌড়েশ্বর ||
গৌড়েশ্বর মহারাজা রাজ্য-অধিকারী |
অকাল মরণ শোক নহে অবিচারি ||
পুত্রের সমান প্রজা পালে নৃপমণি |
রাম রাজা ছিল যেন রামায়ণে শুনি ||
বিষ্ণুপরায়ণ রাজা বুদ্ধ্যে বিশারদ |
রাজার মুখের পান পাত্র মহামদ ||
শতেক হাজার হাতি অযুতেক বল |
গুণে গুণবন্ত যেন নরপতি নল ||  ]
কর্ণের সমান দাতা কৃষ্ণপরায়ণ |
সংগ্রামে ধানুকি যেন ইন্দ্রের নন্দন ||
তরাসে পতঙ্গ কাঁপে প্রতাপে কেশরী |
বারভুঞ্যা দরবারে লিখে সারি সারি ||
নামজাদা সিফাই যতেক জমিদার |
দলে বলে দড় বড় রাজার দরবার ||
[ দশ দন্ড বেলা হইলে রাজা দেই
.                                       বার |
পাঠক আসিয়া করে পুরাণ বিচার ||
মহাজন পন্ডিত পড়িছে ভাগবত |
কৃষ্ণকথা ভূপতি শুনেন অবিরত ||
হাসন হুসেন আর বঙ্গ মঞা কাজি |
যাহার ভবনে বাঁধা পর্ব্বতিয়া তাজি ||
নব লক্ষ সেনা খায় সদর মাহিনা |
ঘরে বস্যা খেম খায় বিঘা প্রতি
.                                    আনা ||
হারা চুরি ডাকা দেশে নাহি কোন ছল |
পুণ্যের প্রতাপে যত লোক নিরমল ||



.                                             
দ্য ঢেকুর পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা