রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
তবে রাজা লাউসেন বিলম্ব না করে | দেখা দিল মাধুরীকমল মধুপুরে || তরঙ্গে তরণী কাঁপে তাহে তিমিঙ্গিল | বিস্তর সঙ্কট হৈল গোউড় দাখিল || পাটন হইতে যেন আইল সদাগর | বাদ্য বাজে গোলা পড়ে সাক্ষাত বজ্জর || কম্পমান হৈল রাজ্য গোউড় ভুবন | নৌকা হৈতে তুলিল সুবর্ণ সিংহাসন || অপরঞ্চ তুলিল ধর্মের রথঘর | ঘোষণা পড়িল রাজ্য গোউড় ভিতর || পশ্চিমউদয় দিয়া আল্য রঞ্জার নন্দন | এইরূপ ঘোষণা পড়িল ঘনে ঘন || বার দন্ড দিল গিয়া পশ্চিম উদয় | লাউসেনে দেখিলে বড়ই পুণ্য হয় || অবনী লোটায়্যা কেহ দন্ডবত করে | যাত পড়্যা গেল নদী ভৈরবীর তীরে || কেহ বলে লাউসেন সাক্ষাত নিরঞ্জন | কেহ বলে অবতার অদিতিনন্দন || কেহ বলে বর্ণ দেখি সাক্ষাত অরুণ | অনুমান করে কেহ দ্বিতীয় অর্জুন || পূর্বমুখে লাউসেন বৈসে তরুমূলে | গোউড় দক্ষিণভাগে ভৈরবীর কূলে || বাড়ীকে বিদায় হৈল বাইতি হরিহর | লাউসেন বলে মাসী অবধান কর || তোমা হৈতে প্রাণ পাল্য সঙ্কট সাগরে | তোমা হৈতে পশ্চিমউদয় অস্তগিরিশিরে || নয়নে দেখিল ধর্ম তোমার কারণ | বিশেষ মনের কথা কহি অনুক্ষণ || আগে আমি জননী দেখিব বন্দীঘরে | তবে গিয়া ভেটিব পঞ্চম গৌড়েশ্বরে || জননী কারণে প্রাণ অনুক্ষণ কান্দে | মা বাপ রাখিয়া বন্দী কেবা বুক বান্ধে || জন্মদাতা দেখিব জননী রঞ্জাবতী | গৌড় কারাগারে চল যাব শীঘ্রগতি || দৈবহেতু বত্সর দিবস দেখা নাই | পশ্চাত ভেটিব রাজা যে করে গোসাঞি || এত শুনি সায় দিল সামুলা আমিনি | লাউসেন যায় যথা জনক জননী || সামুলা আমিনি পাছু গোড়াইয়া যায় | শহর পশ্চিমদিগে বন্দীঘর পায় || কর্পূর পাতর ছিল মায়ের সহিত | কত দূরে লাউসেন দেখে আচম্বিত || জননী সমুখে বলে কর্পূর পাতর | পশ্চিমউদয় দিয়া আল্য তোমার কুঙর || তপস্যা কারণে মুখ হয়্যাছে মলিন | নিঃসরিয়া দেখহ তোমার বড় দিন || কর্পূর কহিল যদি জোড়হাথ হয়্যা | বন্দীঘরে লাউসেন উত্তরিল গিয়া || মাএ পোএ যেই দন্ডে হৈল দরশন | রঞ্জাবতীর খস্যা পড়ে বত্রিশ বন্ধন || হাতকড়া কসে আর পায়ের শিকল | দ্বিজ রূপরাম গান শ্রীধর্মমঙ্গল || মাএ পোএ বিরলে বসিলা বন্দীঘরে | রঞ্জাবতী বারতা জিজ্ঞাসে ধীরে ধীরে || কোন্ দিনে পশ্চিমউদয় দিল নিরঞ্জন | সে কথা বলিবে মোরে শুন বাপধন || কোন্ তপে ধর্মরাজা হইলা সদয় | কতক্ষণে হৈল বাপু পশ্চিম উদয় || . ****************** . স্বর্গারোহণ পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |