রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
দক্ষিণ চালনা পর সম্বলিত উরু | তুমি হবে আপনি লাউসেন- মল্লগুরু || চল চল হনুমান না কর বিলম্ব | রামরাজা রাবণ তোমার জানে দম্ভ || পিতা তোর পবন অঞ্জনাবতী মা | এত শুনি হনুমান উলসিত গা || কহিতে বলিতে বীর হৈল মল্লরূপ | বিধি আর শঙ্কর দরপী হৈল চুপ || সাক্ষাত হইল মল্ল একলাই লড়ে | দরশনে সুমেরু পর্বত খস্যা পড়ে || পরিল চালনা ধুতি মল্লডোর বানা | বরুণ আপনি দিল ডানি কানে সোনা || বাসুকির মাথায় মগজ মণি ছিল | সিন্দুর সহিত হার হনুমানে দিল || ময়না করিল যাত্রা হনুমন্ত মাল | চল্যা যাত্যে পায়ে কাঁপে আকাশ পাতাল || অতি বৃদ্ধ মল্লবেশ পয়ান তুরিত | নাসিকাশিখর ঊনু নয়ান গলিত || গমন জিনিয়া হরি বিষ্ণুপদতলে | দেখা দিল দক্ষিণ ময়না নদীকূলে || নয়ানে দেখিল বীর ময়না নগর | দ্বিজ রূপরাম গান-অনাদ্যের বর || একমনে শুন সভে ধর্ম ইতিহাস | দুমন করিলে হয় ধনপুত্র নাশ || মল্লরূপে দেখা দিল বীর হনুমান | অতি বৃদ্ধ রূপ ধরি ধীরে ধীরে যান || নানা ধনে পরিপূর্ণ দেখিল ময়না | লক্ষপতি নিবসে লঙ্কায় লেনা দেনা || প্রবাল মুকুতা হীরা গড়াগড়ি যায় | মইশর মাসে-ধান বাখারে লুটায় || কোন ঠাঁই নাটো নাচে কোন ঠাঁই গীত | কেহ দান ধ্যান করে-ধর্মের পিরিত || ধর্ম্মের গাজনে বাদ্য বাজে নানা ঠাঁই | ঘরে ঘরে ব্রাহ্মণ চন্ডাল ভেদ নাই || সধবা বিধবা আদি যত নারীগণ | নৌতন কলিকা ছটা অঙ্গের বরণ || সর্বলোক সুবর্ণ ঝারিতে জল খায় | কলধৌত পাত্র কত গড়াগড়ি যায় || প্রতি চালে চালে দেখি ধবল পতাকা | রাকা সুধা করি যেন উড়িছে বলাকা || শহরে শহরে শুনি রণতুর কাড়া | আশি বাজার এড়াইল বিশাশয় পাড়া || রাজার দরবারে বীর দিল দরশন | মল্ল দেখি কর্ণসেন সবিস্ময় মন || তিনবার চরণ কমলে প্রণিপাত | নিবেদন বিশেষ সমুখে জোড়হাথ || জয়পতি মন্ডল আদি যত প্রজাগণ | মল্ল দেখি বিস্ময় গণিল সর্বজন || কর্ণসেন রাজা বলে দিবে পরিচয় | কি নাম কোথায় বাড়ী মল্ল মহাশয় || এত শুনি হনুমান মারুতনন্দন | পরিচয় কল্পনা বলেন বিচক্ষণ || হস্তিনানগরে বাড়ী বীরমল্ল নাম | শিশুকাল হৈতে মোর উপাসনা রাম || . আখড়া পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |