রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
ধূলায় ধূসর বীর লোটায় অচলা | ঐমনি বাঘের মুখে বাড়াইল ফলা || অপূর্ব দেখিল বাঘ পলার লিখন | অতিশয় দুঃখ ছিল নিবারিল মন || ফলার লিখন দেখ্যা আগায় পিছায় | একদৃষ্টি রহিল ফিরিয়া নাঞি চায় || ভাগবত ভারত দেখিল একু ঠাঞি | মূর্তিমান সব দেখ্যা সঙরে গোসাঞি || জউঘরে অগ্নি যবে দিল দুর্যোধন | পালাল্য পাতালপথে পান্ডুর নন্দন || এ সব লিখন দেখ্যা কান্দে কামদল | কৃষ্ণ অবতার দেখ্যা চক্ষে বহে জল || দানখন্ড লিখিল দেখিল বিদ্যমান | কদম্বের তলায় গোবিন্দ সাধে মন || গোপিনী চল্যাছে বিকে মথুরা নগরে | দধির পসরা যত মাথার উপরে || তার মধ্যে শোভা করে রাধা চন্দ্রবলী | হাথে ধব়্যা নানা রঙ্গ করে বনমালী || ভূমে রাখ্যা পসরা নবনী ক্ষীর নিল | দেখি দেখি বলি কৃষ্ণ বদনে ঢালিল || পূর্ণরাস লিখিল শার্দূল দেখে চায়্যা | কৃষ্ণ কোলে নৃত্য করে গুয়ালার মেয়্যা || ফলাখান দেখিয়া লাউসেন পানে চায় | কোন্ বর্ণ কিবা নাম কোথা বাস রায় || কিবা জানি কামদেব কৃষ্ণের নন্দন | এবার আমার হাথে অবশ্য মরণ || সংহার করিতে পারি যেন চাঁপাকলা | বড় ভাগ্য এড়াইলে দ্বিপ্রহর বেলা || মনে কিছু শঙ্কা নাই পরিচয় দে | যমালয় আসিতে এ বুদ্ধি দিল কে || এত যদি নিবেদিল বাঘ কামদল | দ্বিজ রূপরাম গান ধর্মের মঙ্গল || বাঘের বচন শুনি ময়নার নাথ | পরিচয় বলেন সমুখে জোড়হাথ || কর্ণসেনের পুত্র আমি কনকসেনের নাতি | আমার মাএর নাম বটে রঞ্জাবতী || নিজ নাম লাউসেন ময়নার ঘর | রাজ-সম্ভাষণে যাই গৌড় শহর || পাইনু যাইতে পথে তোমার সম্বাদ | শার্দূল হয়্যাছে রাজা বড়ই প্রমাদ || এত বলি শার্দূল সমুখে বীর রয় | বাঘ বলে তোমার পাইনু পরিচয় || তোমার জননী যবে শালে ভর দিল | চাঁপাইর দক্ষিণে আমার মাতা ছিল || শালে মব়্যা তিনদিন ছিল তোর মা | আমার জননী পাইল পচা গন্ধ বা || ভক্ষণ করিতে গেল উপজিল দয়া | বেটার কারণে মৈল তেঁই হৈল মায়া || তার পুত্র লাউসেন বড় বলবান | কি জানি আমার হাথে হারাবে পরাণ || মনে কর নিবাস বিলম্বে কার্য নাই | পরাজই পবন হয়্যাছে মোর ঠাঁই || কোন্ ছার গৌড়েশ্বর কিবা তার বল | পার হৈতে নাঞি পারে ভৈরবীর জল || জাল্লালশিখর রাজা দেখ্যাছি নিয়ড়ে | অনেক দিবস ছিল জালান্দার গড়ে || দেশান্তর হইল সেই লইয়া আপনা | বেটা বলি মোর কানে দিয়াছিল সোনা || হেন রাজা তরাসে পালায় দেশান্তর | অকপটে বর দিল ভবানী শঙ্কর || ধ্যানযোগে জানিল যুগল অবতার | পূর্বকথা নিশ্চয় বলিনু সমাচার || . বাঘবধ পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |