রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
এক দন্ড না দেখিলে প্রাণ নাঞি রয় | তুমি আমার জীবন পরাণ ধনময় || এত যদি শুনিল ময়নার তপোধন | যাত্রা ভাঙ্গি রহিল ত ময়নার ভুবন || সরণ শিখিতে গেল আখড়ার ঘরে | রঞ্জাবতী আপনি সদাই মনে করে || দিনে দশবার পুত্রে সঙরিয়া যায় | অবশ্য করিব চিন্তা এহার উপায় || কালি বল্যাছিল যাব পাজ্যাত পাটন | আজি পুনু বলে যাব গৌড় ভুবন || সদাই হেত্যার বান্ধে হাতীর উপরে | যেখানে সেখানে যায় নাঞি থাকে ঘরে || জীবনে জীবন আজি ধিকি ধিক জ্বলে | স্বামীর চরণে কিছু জোড়হাতে বলে || শুন রাজা ভূপাল মান্ধাতা যশোধনী | তোমার সাক্ষাতে আমি কি বলিতে জানি || রমতি নগরে আছে মল্ল সারেঙ্গধল | বার বত্সর হইতে ধরে বাইশ হাতীর বল || লোক পাটাইয়া দেহ রমতি নগর | মল্ল সারেঙ্গধল ডাক্যা আনহ সত্বর || গৌড়ের প্রধান পাত্র মহামদ ভাই | তথা দিলে পরোয়ানা মল্ল দেখা পাই || ভাঙ্গিব দক্ষিণ হাথ দক্ষিণ চরণ | খোঁড়া কব়্যা রাখিব ময়নার তপোধন || এ সব দুর্গতি হৈলে মনে নাই দুখ | ঘরে বস্যা দেখিব বাছার চাঁদমুখ || এত যদি সুন্দরী বলিল জোড় করে | দ্বিজ রূপরাম গান অনাদ্যের বরে || রঞ্জাবতীর বচনে চিন্তেন মনে মনে | মহাপাত্রে পরোনা লিখিল ততক্ষণ || পাত্রকে লিখিল রায় বিশেষ পরোনা | সরণ শিখিব তব লাউসেন ভাগিনা || অবশ্য পাঠায়্যা দিবে সারেঙ্গধল মাল | তুমি আমার সম্পদ সারথি সর্ব্বকাল || অপরঞ্চ বিশেষ লিখিল সমাচার | হেন বেলা সমুখে দেখিল শিঙ্গাদার || কর্ণসেন বলে ভাই শুন মন দিয়া | রমতি নগরে মল্ল আনিবে ডাকিয়া || ঘোড়া দিব বক্ শিস শ্রবণে দিব সোনা | অবশ্য আনিবে মল্ল দক্ষিণ ময়না || এত শুনি পরোয়ানা নিল শিঙ্গাদার | বিদায় সত্বর হৈল রমতি দরবার || মাথায় করিয়া নিল রাজার পরোনা | দেখাদেখি পাছু করে দক্ষিণ ময়না || কালিনী গঙ্গার জল নায়ে পার হয়্যা | ময়না নগর পাছু গেল ছাড়াইয়া || পদুমা করিল পাছু গড় মান্দারণ | রাঙ্গামেট্যা রাখিয়া দাখিল উচালন || মগলমারি আমিল্যা করিল পাছুয়ান | বারবাকপুর রাখি পাইল বর্ধমান || দেখাদেখি কর্জনা রাখিল কতদূর | কলুত্তক গেল তারা বাহাদুরপুর || ভৈরবী গঙ্গার জল নায়ে পার হয়্যা | রমতি নগরে শিঙ্গা উত্তরিল গিয়া || গৌড় দক্ষিণ পাড়া রমতি নগর | পাত্র মহামদ তায় সর্বকাল ঘর || দরবার করিয়া পাত্র বৈসে পাটশালে | উপনীত শিঙ্গাদার হইল হেনকালে || সমুখে পরোনা রাখ্যা করিল জোহার | জোড়হাথে বলিল ময়নার সমাচার || মহাপাত্র পরোনা কুড়াল্য বাম করে | দূর করি কুলুপ পড়িল ধীরে ধীরে || পরোনা পড়িতে পাইল বিশেষ বারতা | মনে চিন্তা করে পাত্র হোঁট কব়্যা মাথা || অবশ্য পাঠাব মল্ল দক্ষিণ ময়না | মল্লযুদ্ধে মরে যেন লাউসেন ভাগিনা || কপাল হইলে মন্দ পায়ে পায়ে ডেড়ি | কতদিনে রঞ্জারে করিব আঁটকুড়ি || ময়না নগরে রিপু বাড়ল্য গোসাঞি | রোগ ঋণ রিপু শেষ রাখিবারে নাই || . মল্লবধ পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |