|
বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
রাজা মানসিংহের বাঙ্গালায় আগমন বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র যশোর নগর১ ধাম প্রতাপাদিত্য নাম মহারাজা বঙ্গজ কায়স্থ। নাহি মানে পাতসায় কেহ নাহি আঁটে তায় ভয়ে যত ভূপতি দ্বারস্থ॥ বরপুত্র ভবানীর প্রিয়তম পৃথিবীর বায়ান্ন হাজার যার ঢালী। ষোড়শ হাল্কা হাতী অযুত তরঙ্গ সাথী যুদ্ধকালে সেনাপতি কালী॥ তার খুড়া মহাকায় আছিল বসন্তরায় রাজা তারে সবংশে কাটিল। তার বেটা কচুরায় রাণী বাঁচাইল তায় জাহাঙ্গীরে সেই জানাইল॥ ক্রোধ হৈল পাতসায় বান্ধিয়া আনিতে তায় রাজা মানসিংহে পাঠাইলা। বাইশী লস্কর সঙ্গে কচুরায় লয়ে রঙ্গে মানসিংহ বাঙ্গালা আইলা॥ কেবল যমের দূত সঙ্গে যত রাজপুত নানাজাতি মোগল পাঠান। নদী বন এড়াইয়া নানা দেশ বেড়াইয়া উপনীত হইল বর্দ্ধমান॥ দেবীদয়া অনুসারে ভবানন্দ মজুন্দারে হইয়াছে কানগোই ভার। দেখা হেতু দ্রুত হয়ে নানা দ্রব্য ডালি লয়ে বর্দ্ধমান গেলা মজুন্দার॥ মানসিংহ বাঙ্গালার যত যত সমাচার মজুন্দারে জিজ্ঞাসিয়া জানে। দিন কত থাকি তথা বিদ্যাসুন্দরের কথা প্রসঙ্গত শুনিলা সেখানে॥২ গজপৃষ্ঠে আরোহিয়া সুড়ঙ্গ দেখিল গিয়া মজুন্দারে জিজ্ঞাসা করিল। বিবরিয়া মজুন্দার বিশেষ কহেন তার যেই রূপে সুড়ঙ্গ হইল॥ *********** ১ – পু৪, গ ---নগরে। ২ – পু৪, গ --- প্রসঙ্গ শুনিলা সেইখানে। **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
বিদ্যাসুন্দর কাব্যের সূচি |