|
বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
বিদ্যা সহ সুন্দরের স্বদেশযাত্রা বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র সুন্দর বিদ্যারে লয়ে ঘরে গেলা হৃষ্ট হয়ে বাপ মায় প্রণাম করিলা। রাজা রাণী তুষ্ট হয়ে পুত্রবধূ পৌত্র লয়ে মহোত্সবে মগন হইলা॥ রাজা গুণসিন্ধু রায় পুলকে পূর্ণিত কায় সুন্দরেরে রাজ্যভার দিলা। সুন্দর আনন্দচিত লয়ে গুরু পুরোহিত নানামতে কালীরে পূজিলা॥ সুন্দরের পূজা লয়ে কালী মূর্ত্তিময়ী হয়ে দম্পতীরে কহিতে লাগিলা। তোরা মোর দাস দাসী শাপেতে ভূতলে আসি আমার মঙ্গল প্রকাশিলা॥ ব্রত হৈল প্রকাশ এবে চল স্বর্গবাস নানামতে আমারে তুষিলা। এত বলি জ্ঞান দিয়া মায়াজাল ঘুচাইয়া অষ্টমঙ্গলায় বুঝাইলা॥ দেবী দিলা দিব্য জ্ঞান দুহে হৈলা জ্ঞানবান পূর্ব্ব সর্ব্ব দেখিতে পাইলা। দেবীর চরণ ধরি বিস্তর বিনয় করি দুই জনে অনেক কান্দিলা॥ বাপ মায়ে বুঝাইয়া পুত্রে রাজ্যভার দিয়া দুইজনে সত্বর চলিলা। আনন্দে দেবীর সঙ্গে স্বর্গেতে চলিলা রঙ্গে রাজা রাণী শোকেতে মোহিলা॥ বিদ্যা সুন্দরেরে লয়ে কালিকা কৌতুকী হয়ে কৈলাসশিখরে উত্তরিলা। ইতিহাস হৈল সায় ভারত ব্রাহ্মণ গায় রাজা কৃষ্ণচন্দ্র আদেশিলা॥ বিদ্যাসুন্দর কথা সমাপ্ত **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
বিদ্যাসুন্দর কাব্যের সূচি |