|
বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
শুকমুখে চোরের পরিচয় বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র শুকমুখে মুখ দিয়া সারী কান্দে বিনাইয়া সুন্দরের দুর্গতি দেখিয়া। সারীর ক্রন্দনছাঁদ শুক বিনাইয়া কাঁদে সভাজন মোহিত শুনিয়া॥ শুক পাকসাট দিয়া সারিকারে খেদাইয়া নারীনিন্দাছলে নিন্দে ভূপে। আ লো সারী দূর দূর নারীর হৃদয় ক্রূর পুরুষে মজায় কামরূপে॥ গুণসিন্ধুরাজসুত সুন্দর সুগুণযুত বিদ্যা লাগি মরে গুণমণি। দস্যুকন্যা মহৌষধে পতি করি সাধু বধে বিদ্যা বীরসিংহের তেমনি॥ বিয়া কৈল লুকাইয়া শেষে দিল ধরাইয়া ডাকাতির দুহিতা রাক্ষসী। আহা মরি আহা মরি হায় হায় হরি হরি পতিবধ কৈল পাপীয়সী॥ তুই সে বিদ্যার সারী শিখিয়াছ গুণ তারি তুই কবে১ বধিবি জীবন। যেমন দেবতা যিনি তেমনি সুরূপা তিনি সেইমত ভূষণ বাহন॥ শুকের শুনিয়া বাণী সবে কহে কানাকানি রাজা হৈলা সন্দেহসংযুত। মালিনী কহিল যাহা শুকপাখী বলে তাহা চোর বুঝি গুণসিন্ধুসুত॥ গুণসিন্ধু রাজা যেই তাহার তনয় এই বল কিসে হইবে প্রত্যয়॥ বিদ্যা নিল চুরি করি কোটাল আনিল ধরি পরিচয় না দেয় তাহিলে। তুমি ত পণ্ডিত হও কেন না কাটিব কও কেন মোরে ডাকাতি বলিলে॥ শুক বলে মহাশয় আপনার পরিচয় রাজপুত্র কেবা কোথা দেই। ভাটে দেয় পরিচয় ঘটকেরা কুল কয়২ বড় মানুষের রীত৩ এই॥ নিজপরিচয় প্রভু সুন্দর না দিবে কভু পাখী আমি মোর কথা কিবা। তুমি ত তাহার পাট পাঠাইয়াছিলা ভাট ভাটে ডাক সকলি জানিবা॥ রাজা বলে বটে হয় ভাটের সর্দ্দারে কয় কাঞ্চীপুর কেটা গিয়াছিল। জমাদার৪ নিবেদিল গঙ্গ ভাট গিয়াছিল আন বলি রাজা আজ্ঞা দিল॥ ভাটেরে আনিতে দূত ধায় দশ রাজপুত ওথায় সুন্দর মহাশয়। পঞ্চাশ মাতৃকাক্ষরে কালিকার স্তুতি করে কবিরায় গুণাকর কয়॥ ****************** ১ – পু১, পু২, পী --- মোর ২ – পু১ --- . . . ঘটকে সম্বন্ধ কয় ৩ – পু২, পু৩, পু৪, গ, পী, বি --- রীতি ৪ – পু১ --- সর্দ্দার **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
বিদ্যাসুন্দর কাব্যের সূচি |