|
বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
বিদ্যার বিরহ ও সুন্দরের উপস্থিতি বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র বিদ্যার নিবাস যাইতে উল্লাস সুন্দর সুন্দর সাজে। কি কহিব শোভা রতিমনোলোভা১ মদন মোহিত লাজে॥ চলিল সুন্দর রূপ মনোহর ধরিয়া বরের বেশ। নবীন নাগর প্রেমের২ সাগর রসিক রসের শেষ॥ ঊরু গুরু গুরু হিয়া দুরু দুরু কাঁপয়ে আদেশ রসে। ক্ষণে আগে যায় ক্ষণে পাছে চায় অবস অঙ্গ অলসে॥ ক্ষণেক চমকে ক্ষণেক থমকে না জানি কি হবে গেলে। চোরের আচার দেখিয়া আমার না জানি কি খেলা খেলে॥ ওথায় সুন্দরী লয়ে সহচরী ভবয়ে মন আকুল। করিয়া কেমন আসিবে সে জন ঘুচিবে দুখের শূল॥ দুয়ার যতেক দুয়ারী ততেক পাখি এড়াইতে নারে। আকাশে বিমানে যদি কেহ আনে কি জানি নারে কি পারে৩॥ কি করি বল না আলো সুলোচনা কেমনে আনিবে তারে। তারে না দেখিয়া বিদরয়ে হিয়া যে দুখ তা কব কারে॥ চাঁদের মণ্ডল বরিষে গরল চন্দন আগুনকণা। কর্পূর তাম্বুল লাগে যেন শূল গীত নাট ঝনঝনা॥ ফুলের মালায় সূচের জ্বালায় তনু হৈল জর জর। মন্দ মন্দ বায় বজ্জরের ঘায় অঙ্গ কাঁপে থর থর॥ কোকিল হুঙ্কারে ভ্রমর ঝঙ্কারে কানে হানে যেন তীর। যত অলঙ্কার জ্বলন্ত অঙ্গার পোড়ায় মোর শরীর॥ এ নীল কাপড় হানিছে কামড় যেমন কালসাপিনী। শয্যা হইল শাল সজ্জা৪ হৈল কাল কেমনে জীবে পাপিনী॥ রজনী বাড়িছে যে পোড়া পুড়িছে কি ছার বিছার জ্বালা। বত্সর তিলেকে প্রলয় পলকে কেমনে বাঁচিবে বালা॥ ক্ষণেক শয্যায় ক্ষণেক ধরায় ক্ষণেক সখীর কোলে। ক্ষণে মোহ যায় সখীরা জাগায় বঁধু এল এই বোলে॥ এরূপে কামিনী কাটিছে যামিনী সুন্দর হেন সময়। সুড়ঙ্গ হইতে উঠিলা ত্বরিতে ভূমিতে চাঁদ উদয়॥ দেখি সখীগণ চমকিত মন বিদ্যার হইল ভয়। হংসীর মণ্ডল যেমন চঞ্চল রাজহংস দেখি হয়॥ এ কি লো এ কি লো এ কি কি দেখি লো এ চাহে উহার পানে। দেব কি দানব নাগ কি মানব কেমনে এল এখানে॥ কপাট না নড়ে গুঁড়াটি না পড়ে কেমনে আইল নর। ভারত বুঝায় না চিন ইহায় সুন্দর বিদ্যার বর॥ ******************** ১ – পু১ --- রতিকামলোভা ২ – পু১ --- রসের . পু২, পু৩, পু৪, গ --- . . .প্রেমের গরগর ৩ – এই পংক্তির পর পী-তে আছে --- কাটিয়া ধরণী আইসে অমনি করি যাতায়াত পথ। কপালে কি আছে কব কার কাছে পুরাবো কে মনোরথ॥ ৪ – পী --- লজ্জা **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
বিদ্যাসুন্দর কাব্যের সূচি |