|
বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
সুন্দরের মালিনীবাটী প্রবেশ বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র দুর্গা বলি সকৌতুকে লয়ে খুঙ্গী পুথি শুকে মালিনীর বাড়ী গেলা কবি। চৌদিকে প্রাচীর উচা কাছে নাহি গলি কুচা১ পুষ্পবনে ঢাকে শশী রবি॥ নানাজাতি ফুটে ফুল উড়ি২ বৈসে অলিকুল কুহু কুহু কুহরে কোকিল। মন্দ মন্দ সমীরণ রসায় ঋষির মন বসন্ত না ছাড়ে এক তিল॥ দেখি তুষ্ট কবি রায় বাড়ীর ভিতরে যায় রহিলা দক্ষিণদ্বারী ঘরে। মালিনী হরিষ মন আনি নানা আয়োজন অতিথি উচিত সেবা করে॥ নানা উপহারে রায় রন্ধন করিয়া খায়৩ নিদ্রায় পোহায় বিভাবরী। শীতল মলয় বায় কোকিল ললিত গায় উঠে রায় দুর্গা দুর্গা স্মরি॥ নিকটেতে সরোবর৪ স্নান করি কবীশ্বর৫ বাসে আসি বসিলা পূজায়। তুলি ফুল গাঁথি মালা সাজাইয়া সাজি ডালা মালিনী রাজার বাড়ী যায়॥ রাজা রাণী সম্ভাষিয়া বিদ্যারে কুসুম দিয়া মালিনী ত্বরায় আইল ঘরে। সুন্দর বলেন মাসী নাহি মোর দাসদাসী বল হাট বাজার কে করে॥ মালিনী বলিছে বাপু এত কেন ভাব৬ হাপু আমি হাট বাজার করিব। কড়ি কর বিতরণ যাহে যবে যাবে মন কৈও মোরে তখনি আনিব॥ কড়ি ফটকা চিড়া দই বন্ধু নাই কড়ি বই কড়িতে বাঘের দুগ্ধ৭ মিলে। কড়িতে বুড়ার বিয়া কড়ি লোভে৮ মরে গিয়া কুলবধূ ভুলে কড়ি দিলে॥ এ তোর মাসীরে বাপা কোন কর্ম্ম নাহি ছাপা আকাশ পাতাল ভূমণ্ডলে। বাতাসে পাতিয়া ফাঁদ ধরে দিতে পারি চাঁদ কামের৯ কামিনী আনি ছলে॥ রায় বলে তুমি মাসী হীরা বলে আমি দাসী১০ মাসী বল আপনার গুণে। হরি কাল হরিবারে মা বলিলা যশোদারে পুরাণে পুরাণলোকে শুনে॥ শুনি তুষ্ট কবি রায় দশ টাকা দিলা তায় দুটি টাকা দিলা নিজ রোজ। টাকা পেয়ে মুটাভরা হীরা পরধনহরা বুঝিল এ মেনে১১ আজবোজ॥ সে টাকা ঝাঁপিতে ভরি রাঙ্গ তামা বারি করি হাটে যায় বেসাতির তরে।১২ চলে দিয়া হাত নাড়া পাইয়া হীরার সাড়া দোকানি দোকান ঢাকে ডরে॥ ভাঙ্গাইয়া আড়কাট এমনি লাগায় ঠাট বলে শালা আলা টাকা মোর।১৩ যদি দেখে আঁটাআঁটি কান্দিয়া তিতায় মাটি সাধু হয়ে বেণে হয় চোর॥ রাঙ্গ তামা মেকী মেলে রাশিতে মিশায়ে ফেলে বলে বেটা নিলি বদলিয়া। কান্দি কহে কোটালেরে বাণিয়ারে ফেলে ফেরে কড়ি লয় দুহাতে গণিয়া॥ দর করে এক মূলে জুঁখে লয় দুনা তুলে ঝকড়ায় ঝড়ের আকার। পণে বুড়ি নিরুপণ কাহণেতে চারি পণ টাকাটায় শিকার স্বীকার॥১৪ এরূপে করিয়া হাট ঘরে গিয়া আর নাট বাঁকা মুখে কথা কহে চোখা॥ সুন্দর ওলান ওঝা তবু নহে মুখ সোজা যাবত না চোকে লেখাজোখা। দিয়াছে যে কড়ি যার দ্বিগুণ শুনায় তার সুন্দর রাখিতে নারে হাসি। ভারত হাসিয়া কয় এই সে উচিত হয় বুনিপোর উপযুক্ত মাসী॥ ******************* ১ – পু১, পু২, পী --- ঘুচা ২ – পু১ --- ডালে ৩ – পু১, পু২, পু৩, পী --- মালিনীর যত্নে রায় . . . ৪ – পু৪, গ, বি --- দামোদর ৫ – পু১, পু৩, পী --- কবিবর ৬ – পু১, পু২, পু৩, পী --- গোন ৭ – পু২, পু৩ --- চক্ষু ৮ – পু১, পু৩ --- লাগি ৯ – পু২ --- কুলের ১০ – পু১ --- সুন্দর বলেন মাসী . . . ১১ – পু১ --- বেটা ১২ – পু১ --- চলে হাটে . . . ১৩ – পু১ --- অরে বান্যা . . . ১৪ – পু১ --- টাকাটায় শিকাটা বেপার। **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
বিদ্যাসুন্দর কাব্যের সূচি |