রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
পাটশালে বসিয়াছে গৌড়ের পাতর | মল্লগুরু দেখা দিল তার বরাবর || জোহার করিল মহাপাত্রের চরণে | জোড়হাথে রহিল তাহার বিদ্যমানে || সারি সারি সমুখে সাক্ষাত সিংহরথ | প্রণাম করিতে পারি মলয় পর্বত || পাত্র মহামদ বলে শুন সারেঙ্গধল | কিবা কাজ বিলম্বে ময়না মহী চল || পুত্রবতী হৈল রঞ্জা শালে দিয়া ভর | সরণ শিখিবে তার লাউসেন কুঙর || জামাজোড়া বিস্তরপাইবে পুরস্কার | তোমা বই সংসারে সারথি নাই আর || এই বোল বলিল সভার সন্নিধানে | পরিণাম বলিল মল্লের কানে কানে || আমার ভাগিনা বলি না করিহ ভয় | বন্য রঞ্জাবতী যেন আঁটকুড়ি হয় || তবে যদিসাৎ মরে লাউসেন ভাগিনা | দুহাথে টোড়র দিব দুই কানে সোনা || যাত্রা কর ময়না বিলম্ব নাই সয় | অবশ্য করিবে বধ রঞ্জার তনয় || এত বলি পান দিল পঞ্চাশ মোহর | সারেঙ্গধল যাত্রা করে ময়না নগর || পত্রবাক্য শুনি মল্ল করিল গমন | দ্বিজ রূপরাম গান দৈমন্তী-নন্দন || ময়না করিল যাত্রা সারেঙ্গধল মাল | লাউসেন উদ্দিশে চলিল যেন কাল || ভৈরবী গঙ্গার জল নাএ পার হয়্যা | শীতলপুর বালিঘাটা উত্তরিল গিয়া || বামদিগে তারাদীঘি বেউশ্যা-শাসন | কালুত্তকে আসিয়া দিলেক দরশন || কর্জনা সরাইখানা করি পাছুয়ান | দেখাদেখি ছড়াইল শ্রীবর্দ্ধমান || সত্যের গঙ্গা দামুদর নাএ পার হয়্যা | উড়ের গড় কামালপুর দক্ষিণে রাখিয়া || বন্দিল দব়্যার পীর করিয়া সালাম | বারবাকপুর রাখি সৈয়দ মোকাম || আমিল্যা মগলমারি পশ্চাত করিয়া | উচালন দীঘির পশ্চিম পাড় দিয়া || রাঙ্গামাটি সুরধুনী সমুখে নিয়ড় | ডানিদিগে মান্দারণ পীরসাহেবের গড় || চৌবেড়ে প্রতাপপুর পশ্চাতে রাখিয়া | ধুলাডাঙ্গা ব্রহ্মপুরে উত্তরিল গিয়া || মস্তকের উপর উড়য়ে ডোমচিল | উভে ষোল কোশ রাখে পদুমার বিল || কালিনী গঙ্গার জল নাএ পার হয়্যা | ময়না নগরে বীর উত্তরিল গিয়া || নানা ধনে পরিপূর্ণ দেখিল ময়না | লক্ষপতি নিবসে লঙ্কায় লেনাদেনা || ঘরে ঘরে নাটো নাচে ভাটে গীত গায় | ধর্মের পিরিতে ধন কেহবা বিলায় || দুই দিগে রাখ্যা যায় দ্রুম আওয়ারি | হিঙ্গুলিয়া বকুল তমাল সারি সারি || সভাকার ঘরে ঘরে নেতের পতাকা | রাকা সুধা মাঠে যেন উড়িছে বলাকা || বার দিয়া কর্ণসেন সহ রঞ্জাবতী | হেন বেলা মল্ল গিয়া করিল প্রণতি || আস্য আস্য কর্ণসেন বলে তিনবার | রঞ্জাবতী জিজ্ঞাসে রমতি সমাচার || রাজার কল্যাণ বল ভাই--এর কুশল | বলিতে বলিতে বহে দুই চক্ষে জল || মল্লগুরু বলে রাণী কর অবধান | তোমার কল্যানে ঘরে সবার কল্যাণ || রঞ্জাবতী বলে ভাই শুন মন দিয়া | বলিব বিশেষ কথা বিরলে বসিয়া || বেটার কারণে আমি শালে দিনু ভর | দিনে দশবার যাত্যে চায় দেশান্তর || আপনি করিবে ভাই এহার উপায় | দিনমধ্যে দশবার নিঃসরিয়া যায় || কল্পনা করিয়া তারে শিখাবে সরণ | ভাঙ্গিবে দক্ষিণ হাত দক্ষিণ চরণ || খোঁড়া করি লাউসেনে রাখিব নিকেতনে | পুত্রমুখ সদা দেখি এই সাধ মনে || দিন প্রতি দিব রোজ পঞ্চাশ কাহন | বিশেষিয়া কহিল সকল বিবরণ || এত বলি দক্ষিণ দলজে বাসা দিল | নানা দ্রব্য মল্লের নিকট পাঠাইল || একজনে যুগল যুগল দিল খাসি | বিস্তর দিবস মল্ল গৌড়নিবাসী || বাসায় বসিয়া মল্ল করে অনুমান | লাউসেনে দেখিয়া করিবে জলপান || তার মধ্যে বিভাগ করিব আগে বল | তবে আমি বাসায় বসিয়া খাব জল || এই মত যুক্তি করে মল্ল ছয়জন | লাউসেন দেখিতে সভে করিল গমন || আখড়া মন্দিরে গিয়া দিল দরশন | আখড়ার শালেতে খেলেন দুইজন || . মল্লবধ পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |