রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
উলঙ্গ হইয়া কান্দে সূর্পণখা রাঁড়ী | প্রাণপণ ধরিয়া রাখিল খুদ-হাঁড়ি || ধর্ম্ম বলে বর দিয়া অকার্য্য করিল | পুনরপি তাহারে আপনি ধন দিল || সম্পদ বাড়িল পুন ধর্ম্মের কৃপায় | সাত ভায়্যা বর দিয়া দর্ম্ম ঠাকুর যায় || চাঁপাই দক্ষিণ দিকে দিল দরশন | ঝলমল রথখান নির্ম্মল রতন || রূপরাম গীত গান অনাদ্যকিঙ্কর | কলমে বসিয়া খেলা করে মায়াধর || মনোহরে বর দিয়া ধর্ম্মের পয়ান | চাঁপায়্যার সমুখে রহিল রথখান || আপনি কিঙ্কিণী বাজে কনকরচিত | সারি সারি সেখানে দেবতা উপনীত || শঙ্কর বৈরাগী আইল বৃষে আরোহণ | গরুড়ে চাপিয়া তথা আইলা নারায়ণ || সহস্রলোচন দেখা দিলা ঐরাবতে | অসুর আইলা তথা অম্বরের পথে || তবে আইল পবন বরুণ হুতাশন | রবি উপনীত তথা সহস্রকিরণ|| বিদ্যাধরী সুন্দরী যতেক বিদ্যাধর | অনাদ্য-সমুখে যত বসিল অমর || এইরূপে বসিলেন সব দেবগণ | রাণী রঞ্জাবতী দেখি বলিলা বচন || আপনি বিধাতা বলে শঙ্কর-সমুখে | পুত্র-হেতু সুন্দরী মব়্যাছে এই দুঃখে || পাঁচ মুখে বাখানে আপনি বিশ্বপতি | পাঁচ মুখে বাখানিল ধন্য রঞ্জাবতী || এই সব কামনা ইত্যাদি নাহি জানে | কেবা এই তপস্যা করিল কোন খানে || সাবিত্রী ইন্দ্রাণী দেবী করে হায় হায় | বংশ হেতু কেবা কোথা এত দুঃখ পায় || অরুন্ধতী কন্যা বলে অসম্ভব দেখি | কোন কার্যে অকালে মরিলা চন্দ্রমুখী || উর্ব্বশী কমলা বলে বুকে মারি ঘা | পুত্রের কারণে মরে অভাগিনী মা || আনে বলে এই সব অনাদ্যের মায়া | নিদারুণ ধর্ম্মের তখন হৈল দয়া || বর দিতে আপনি চলিলা নিরঞ্জন | পায়ে ধরি উল্লুক করেন নিবেদন || দেবতা হইয়া দেখা দিবে কত জনে | অঘোর বাদল কর চাঁপাএর বনে || আজ্ঞা কর আপুনি দেবতা-কারিকরে | ঘর গড়্যা রাখে যেন পদ্ধতি উপরে || এ সব তোমার মায়া এহা নাঞী মনে | বিশ্বকর্ম্মা বলি ধর্ম্ম করিল স্মরণে || বিশ্বকর্ম্মা বলি ধর্ম্ম স্মরণ করিল | অমরা নগরে বিশাই অন্তরে জানিল || ধাত্তাধাই বিশাই চরণে করি ভর | বচন বলিতে পাইল চম্পক নগর || এস বাছা বিশ্বকর্ম্মা নেহ ফুল পান | ইতিমধ্যে মায়াঘর করহ নির্ম্মাণ || অর্দ্ধপথে আপনি গড়িবে মায়াঘর | তথা গিয়া থাকিব সন্নাসী হরিহর || এত শুনি বিশ্বকর্ম্মা নিল ফুল পান | রচিল বিচিত্র ঘর পুরটসন্ধান || ইন্দ্ররাজ বলি ধর্ম্ম স্মরণ করিল | আসিয়া ত ইন্দ্র দরশন করিল || পান নেহ শুন ইন্দ্র আমার বচন | এ মায়া-বাদল কর চম্পক-ভুবন || অনুমতি পাইল যদি দেবতার রায় | জলধর সহিত চম্পক দেশে যায় || বার নাঞী বাতাস নাঞী ঘন আইসে জল | আচম্বিতে মায়াতীর্থে এ মায়া-বাদল || হুড় হুড় দুর দুর ডাকে চমত্কার | ঘন জল বরিষে বজ্রের পারা ধার || কুল কুল শব্দ গগনে বিপরীত | পর্ব্বত কাঁপিল ঝড়ে অবনী-সহিত || বড় বড় গাছ তোলে মাটী হৈতে গোড়া | শাল তাল তঁতুল সকল হৈল মুড়া || একা নদী হৈল সাত সহস্র সাঁতার | তরঙ্গে তরঙ্গে গুরু সুমেরু সোসার || বিপর্য্যয় বন্যা আইল বন হইল নদী | এ সব ধর্ম্মের খেলা নাঞী জানে বিধি || ধর্ম্মের গাজনে তবে দেখা দিল জল | ঝড়ে শীতে কম্পমান ভকিতা সকল || মায়া-ঘরে লুকাইল পরাণে বিকল | চতুর্দ্দিগে চায়্যা দেখে পরিপূর্ণ জল || দ্বিজবর ভঙ্গ দিলা সেতাই পন্ডিত | সিংহাসন জলে ভাসে ধর্ম্মের সহিত || ভাসিল গণেশ-ঘট পন্ডিতের পুঁথি | সাগর দাখিল হৈল গাম্ভারের পাটি || কল্যাণী মানিকী দাসী থাকে দুই পাশে | শাল-কাঁটা সহিত সুন্দরী জলে ভাসে || তবে বর দিতে প্রভু করিলা গমন | দ্বিজ রূপরাম গান দৈমন্তী-নন্দন || . ****************** || শালেভর পালা সমাপ্ত || . পাতার উপরে . . . মিলনসাগর |