রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
পাত্র বলে মহারাজা বাক্যে দিবে মন | মনে চিন্তা নাই কর ঢেকুর ভুবন || সোমঘোষ গুয়ালা ছিল গোউড় ভুবনে | শাক মাগ্যা কদলী বেচিত রাত্রিদিনে || অভয় চরণে রায় মোর নিবেদন | বত্সরের কড়ি দিত পঞ্চাশ কাহন || পঞ্চাশ কাহন দিত সাত কাহন কানা | সেই হেতু সর্বকাল আছিল ধরণা || অবশেষে আপনি হইলে তারে সহা | সংহতি রাখিলে তারে ঢাল খাঁড়া বহা || সানকি করিতে দিলে ঢেকুরের গড় | তবে কেন নাঞি আইসে তোমার নিয়ড় || শ্যামরূপা সেবনে বাড়িল অহঙ্কার | অতঃপর ঘুচিল তোমার অধিকার || বলবন্ত ইছাই ঘোষ হৈল অতিশয় | রিপু বলবন্ত হৈলে ভাল কথা নয় || সুরপতি সহস্রলোচন স্বর্গপুরে | দিনে দেখা নাই দিত তারকের ডরে || অজয়ার এ পারে ইছাই নিল থানা | কালি আমি শুন্যাছি গোউড়ে দিব হানা || আমার বচন রাজা শুন মন দিয়া | লাউসেন রাউত তথা দেহ পাঠাইয়া || অনেক দিবস হৈল তোমার চাকর | দক্ষিণ মাহিনা খায় ময়না নগর || লুট কব়্যা খায় লক্ষ তঙ্কার বিলাত | একবার নাই আইসে তোমার সাক্ষাত || বত্সর অবধি তার নাহি দরশন | কোন কার্যে দেখা নাই চাকর কেমন || অজয়া ঢেকুর তারে দেহ পাঠাইয়া | আমার বচন তুমি শুন মন দিয়া || পাথের বচন শুনি রাজা দিল সায় | আপনি পরোনা পত্র লিখিছে সভায় || তিন স্বস্তি লিখে আগে পত্রের বিধান | লাউসেন রাউত বীর কর অবধান || কলেবর পরম পবিত্র গঙ্গাজল | রূপে গুণে প্রমাণ করিতে পারি নল || গুণবান গুণিন সকল গুণধাম | সভামধ্যে কেবা করে সভাকার নাম || ভাগ্যহীন জনের জীবনে কিবা কাজ | সভাসদ লোক তুমি রাউতের রাজ || না জানিলে পূর্বের বচনে বলে নিম | এবার আপনি যাবে ঢেকুর মহিম || ঢেকুর জিনিলে তোরে নানা ধন দিব | লাউসেন রাউত বলি নাম জাগাইব || পত্র দরশনে আস্য গৌড়ের দরবার | অপরন্ত বারতা লিখিব কিবা আর || তারপর মহামদ লিখিছে নাবড়ি | ময়না ইনাম খাহ নাহি দেহ কড়ি || তবে যদি বিলম্বন পত্র দরশনে | উভদলে ময়না সাজিব ভূঞাগণে || কাগজ বুঝিয়া নিব ময়নার কর | বুকে তুল্যা দিব ষোল সাঙ্গের পাথর || ধন কুড়ি তুরঙ্গ লিখিব বাজে সন | অন্ডির পাখর নিব গুণাগ্যা রতন || তের দিন মাসের তারিখ দিল তায় | মনে করে ময়না নগর কেবা যায় || রাজা বলে শুন রে ধাবক ইন্দ্রজাল | আন গিয়া লাউসেন ময়নার মহীপাল || এক দন্ড তোমার বিলম্ব নাহি সয় | অবিলম্বে আন গিয়া রঞ্জার তনয় || নিজালয় যাত্যে নাই রাজার আরতি | আজ্ঞা পায়্যা ইন্দ্রজাল সাজে শীঘ্রগতি || মাথায় করিয়া নিল রাজার পরোনা | ধাবক বিদায় হৈল দক্ষিণ ময়না || তরিবরে পার হৈল ভৈরবীর জল | ধাইল দক্ষিণ মুখে মাহিনার বল || বামদিগে তারাদীঘি বেউশ্যা শাসন | কালুত্তকে আসিয়া দিলেক দরশন || কর্জনা সরাইখানি করি পাছুয়ান | দেখাদেখি ছাড়াইল শ্রীবর্ধমান || সত্যের গঙ্গা দামুদের নাএ পার হয়্যা | উড়্যার গড় কামালপুর দক্ষিণে রাখিয়া || বন্দিল দব়্যার পীর সমুখে প্রণাম | বারবাকপুর রাখে সৈয়দ মোকাম || মুন্ডমালা মহাস্থান দক্ষিণে রাখিয়া | উচালন দীঘির পশ্চিম পাড় দিয়া || রাঙ্গামেট্যা সুরধুনী সমুখে নিয়ড় | ডানদিগে মান্দারণ পীর সিমালির গড় || চৌবেড়ে প্রতাপপুর পশ্চাত করিয়া | ধূলাভাঙ্গা ব্রহ্মপুর উত্তরিল গিয়া || একদন্ড নাহি বৈসে সাক্ষাত অনিল | উভ ষোল কোশ রাখে পাদুমার বিল || কালিনী গঙ্গার ঘাটে পসারিল পা | পাটনি আছিল ঘাটে যোগাইল না || কালিনী গঙ্গার ঘাটে নাএ পার হয়্যা | ময়না নগরে শীঘ্র উত্তরিল গিয়া || ইন্দ্রজাল ময়নায় দিলেক দরশন | দ্বিজ রূপরাম গান সখা নিরঞ্জন || . ****************** . অনুমৃতা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |