রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
একথা শুনিলে ভাই বিভা নাই দিব | বুড়া বর কর্ণসেন কতদিন জীব || রঞ্জাবতী বিনে ভাই প্রাণ নাঞী ধরে | এমন ভগিনী বিভা দিব বুড়া বরে || এ কথা শুনিলে ভাই বিভা দিব নাঞী | সিমুলের ফুলে তবে কিসের বড়াঞী || শুন ভানুমতী যদি তুমি দেহ সায় | তবে সে করিতে পারি এহার উপায় || গৌড় সহরে বিভা দিব লুকাইয়া | কাঙুর মহিমে পাত্র দিব পাঠাইয়া || কি করিতে পারে পাত্র যদি নাঞী জানে | চারি হাথে এক হল্যে কি করিব আনে || রাজা রাণী যুগতি করিল দুইজনে | পরম যতনে রঞ্জায়ে রাখিল তখনে || স্নানপূজা আদি যত দিনের ব্যবহার | সমাধিয়া সকল চলিল দরবার || দেয়ানে বসিল রাজা বারভূঞা সাথে | পাঠান সিফাই যত রহে জোড় হাথে || সমুখে বসিয়া আছে গৌড়ের পাতর | হাথে ধরি বলে তারে রাজা গৌড়েশ্বর || তিন লক্ষ সেনা লহ তুরঙ্গ টাঙ্গন | কাঙুর মহিমে ভাই চলহ এখন || কামতার গড়ে আছে রায় কর্পূরধল | স্বতন্তর রাজা সে আমারে করে বল || এত যদি আজ্ঞা দিল গৌড়ের রাজন | তখনি চলিল পাত্র কাঙুর ভুবন || সাজন করিয়া নিল তিন লক্ষ সেনা | আচম্বিতে হান কাট উঠিল বাজনা || সঙ্গেতে চলিল যত সংগ্রাম-কেশরী | উভু দলে মহাপাত্র যায় তরাতরি || এক দন্ড রহিতে রাজার আজ্ঞা নাঞী | শুভক্ষণে যাত্রা করে যে করে গোসাঞী || গৌড় সহর খান পশ্চাৎ করিয়া | জাহাঙ্গীরপাড়া খান দক্ষিণে রাখিয়া || পাছুআন করিল পাত্র জাঙ্গড়া সরাই | পাঁচ দিনের সাজনে কাঁউর গিয়া পাই || গন্ডকী নদীর তীরে দরশন দিল | বিপক্ষ দেখিয়া জল বাড়িতে লাগিল || আকাশে উঠিল জল জিনিঞা ভূধর | ছ মাসে পাতাল যায় পেলিলে পাতর || মোকাম করিয়া পাত্র থাকে নদী তড়ে | চারি ক্রোশ জুড়িয়া নস্কর-তম্বু পড়ে || হাথি ঘোড়া মাহুত রহিল সাবধান | দিবসে দিবসে বাড়ে গন্ডকীর বান || চারি দিগে খানা দিল রাজার নস্কর | রাজা গৌড়েশ্বর লয়্যা শুনিব উত্তর || কর্ণসেনে ডাক দিয়া কহেন রাজনে | তোর বিভা দিব আমি গৌড় ভুবনে || ব্রাহ্মণ পন্ডিত আস্যা করিল গণন | কন্যাদান সময় করিল শুভক্ষণ || বুড়া রাজা বিবাহ করিল রাজঘরে | নগরে পড়িল সাড়া রাজার সহরে || রাজা বলে মহাশয় কর অবধান | কর্ণসেনে রঞ্জাবতী কর গিয়া দান || এত শুনি পরম আনন্দ মহাশয় | জামাতার কথা শুনি বেণুরায় কয় || তুমি মহাশয় রাজা আমার জামাতা | তোমার বচনে কর্ণসেনে দিব সুতা || রঞ্জার হইব বিভা পড়িল ঘোষণা | রাজার মহলে উঠে দুর্দ্ধরি বাজনা | গান দ্বিজ রূপরাম শ্রীরামপুর ঘর | পাষন্ডি জনার মুন্ডে পড়ুক বজ্জর || . রঞ্জার বিবাহ পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |