রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
মনুষ্যের রুধিরে কেমনে ভক্তি হৈল |
ইহা দেখি দেবতা অসুর হাস্যা মৈল ||
এ তিন ভুবনে পূর্ণ হৈল এই লাজ |
কেমনে বসিব মামা দেবতা সমাজ ||
ডাকিনী বলাল্যে তুমি কে বলে ঈশ্বরী |
নিশ্চয় সংসারে বলে অসুর-ভাতারি ||
লাউসেনের রক্তে যদি স্বাদ নাঞি পাও |
কাছে আছে ইছা ঘোষ ঘাড় ভাঙ্গা খাও ||
এত বলি নারদ উঠিয়া রড় দিল |
রঙ্কিণী বিমলা বড় জ্বলন্ত হইল ||
মাস খাব নারদের ঘাড়ে কামড় দিব |
কেমন দেবতা আজি নারদে রাখিব ||
প্রাণ লয়্যা পালায় নারদ মুনিবর |
তার পাছে ভবানী বলেন ধর ধর ||
মহামুনি কাটিতে ঈশ্বরী অসি কাচে |
কেহ বলে কদাচ নারদ মুনি বাঁচে ||
পালায় নারদমুনি কৈলাসের পথে |
তার পাছে হৈমবতী ঢাল খান্ডা হাথে ||
বিষম বিমানে ধায় লইয়া আপনা |
আলাল্য দীঘল কেশ পথে পড়ে বীণা ||
নবগুণ পইতা পড়িল দুই পায় |
পালাইতে পরিধান আপনি আল্বায় ||
বিধাতা বরুণ ইন্দ্র দিগন্তর ডরে |
দারুণ বিপত্ত হৈল নারদ উপরে ||
পড়িলে ঐমনি উঠে উঊমুখে ধায় |
হাতাহাতি নারদ কৈলাসগিরি পায় ||
তৃষায় আকুল তনু বসন বিরলে |
তরাসে লুকায় মুনি মহেশের কোলে ||
হেন বেলা ঈশ্বরী সমুখে দরশন |
শিব হেতু নারদের রহিল জীবন ||
শঙ্কর সমুখে দেবী লজ্জা পাল্য মনে |
হেঁটমুখে ঈশ্বরী বসিলা ততক্ষণে ||
মাথায় বসন দিল নিজ রূপ ধরি |
নারদ বলেন মামা নিবেদন করি ||
মামা নাঞি জান তুমি মামীর চরিত |
মনুষ্য কাটিয়া মামী খাইল শুণিত ||
মানবের রক্ত বলি না করিল ঘৃণা |
ভক্ষণ করিল দেবী যেন জলপানা ||
যেখানে সেখানে মামী ধরে ঢাল খাঁড়া |
মামা নাঞি জানহ মামীর হাতনাড়া ||
দেবতা তোমার ঘরে নাঞি খাব জল |
দ্বিজ রূপরাম গান ধর্মের মঙ্গল ||

এক মনে শুন সভে ধর্মের কথন |
পুনর্বার ঢেকুরে বাজিল মহারণ ||
ইছাই বলিল শত্রু গেল রসাতল |
পাসরিল ভবানী অঙ্গের টুটে বল ||
আকাশে আপনি ব্রহ্মা ডাক দিয়া কয় |
ইছাই নিধন কর রঞ্জার তনয় ||
ইন্দ্র বলে ইঙ্গিতে মেঘের আড়ে বসি |
মনে জ্ঞান কর শীঘ্র ধর্মের তপসী ||
গড়ে নাঞি ভবানী বিলম্ব নাঞি সয় |
ঢেকুর জিনিলে তবে পূর্ণ পূজা হয় ||
জ্ঞান পাল্য লাউসেন ময়নার তপোধন |
লম্ফ দিয়া উঠিয়া ইছাএ মাগে রণ ||
গোয়ালা উপরে যেন পড়ে বজ্রাঘাত |
অমঙ্গল অনেক অকালে উল্কাপাত ||
রণস্থলে ইছাইর বাম আঁখি নাচে |
দয়াময় লাউসেন বলেন তার কাছে ||
দেবতা চরণে বেটা দুমন করিলি |
মঙ্গল বাসরে কালি পূজা নাঞি দিলি ||
এই পাকে পরিত্যাগ অকালে অমর |
নহে রণে ভঙ্গ দিয়া যাহ দেশান্তর ||
রামের শরণ যেন বিভীষণ নিল |
সেই পরাজয় দেহ তোমারে বলিল ||
এত শুনি ইছা বীর অগ্নির সমান |
খাঁড়া ঢাল ধরিয়া বলিছে বিদ্যমান ||
রাবণের পারা কেন রণে ভঙ্গ দিব |
তবে যদি পরাজই এখানে মরিব ||
জয়দ্রথ ভঙ্গ যেন দিয়াছিল রণে |
তার অপযশ কথা ভারত লিখনে ||
একে মহারণস্থল তোমার সমুখ |
ইহাকে অধিক আমি কোথা পাব সুখ |
তরণি-তনয় কর্ণ সমরে নিধন ||
হৈল কেন পরাজয় বাণের নন্দন |
এত বলি দুবীর রুষিল কাল যম ||
ভীম দুর্যোধনে যেন বাজিল বিষম |
পাটনে ছাইল মহী অম্বর তরণি ||
দুজনার মনে নাঞি দিবস রজনী |
শনিবার দিন একে তায় সন্ধ্যাকাল ||
অমাবস্যা ঘোর তিথি তিমির অকাল |
ঢেকুরে অকাল বাদ্য শব্দ ঘন ঘোর ||
স্তব্ধমান রণে হৈল ইছাই কোঙর |
ফলঙ্গ চঞ্চল গুরু ইছা অসি হানে ||
ভাগ্য পুণ্যে লাউসেন বাঁচিল সেইখানে |
ঘন ঘন উড়া পাক ঘামে তোলবোল ||
ঢালে বাজে ঘাঘর ঘন্টার ঘন রোল |
শরাসন রাখিয়া দুবীর অসি হানে ||
রণমদে মাতিল নিষেধ নাঞি মানে |
ঘন ঘন উড়া পাক ঘামে তোলবোল ||
উলটি পালটি হানা পড়ে ঝনঝনি |
মার মার কাট কাট পড়ে ঘোর ধ্বনি ||
পাবক নিকলে চক্ষে বদনে রুধির |
জয় রাম গোবিন্দ গোপাল বলে ধীর ||
হস্তীর হাঁফাল দুই বীর সস্ত্রপাণি |
ডাকাডাকি ভীম ঘোর শব্দ হানাহানি ||
লাউসেন ইছাই বীর হানে তাড়াতাড়ি |
জয়দুর্গা বলি মুন্ড যায় গড়াগড়ি ||
কাটা মাথা স্তব করে পড়িয়া ভূমিতে |
বাসুলি রঙ্কিণী নারায়ণী নমোস্তুতে ||
পুনরপি কন্ধে বস্যা বলে কাট কাট |
ত্রোটি টুটে ইছাই সঘনে ফলাসাট ||
যতবার মুন্ড কাটে ততবার উঠে |
ইছাইর রণ দেখ্যা লাউসেন টুটে ||
বিরলে বসিয়া যুক্তি করেন বিধাতা |
বৈকুন্ঠে ভুবনে রাখ ইছাইর মাথা ||
গোলকে এ মুন্ড যদি হনুমান রাখে |
বিষ্ণুর চরণে যদি সেই মুন্ড থাকে ||

.  ******************     

.                                                 
ছাইবধ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
ছাইবধ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
ইছাইবধ পালা
পৃষ্ঠা -