রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
ডানি পাশ নাড়িতে পঞ্চম শেল ফাটে |
বাম পাশ নাড়িতে করাতে মাংস কাটে ||
কুন্তল বান্ধিল চালে রেশমের দড়ি |
বদন উপরে দিল গরলের বড়ি ||
লাউসেন উপরে পড়িল মন্বন্তর |
মাথে হাথ দিয়া কান্দে কর্পূর পাতর ||
কোন পথে কি বলিয়া যাব নিজ ঘরে |
দারুণ বন্ধন ঘোরে দাদা পাছে মরে ||
লাউসেন বলে শুন কর্পূর পাতর |
বারতা বলিতে চল ময়না নগর ||
জননীকে বলিব সকল বিবরণ |
পশ্চিম উদয় চায় গোউড় রাজন ||
নিদারুণ বন্ধনে আমার প্রাণ যায় |
সমাচার দেহ গিয়া অভাগিনী মায় ||
অবোধ ভূপতি পাত্র কিছু নাঞি বুঝে |
মামার বচনে মাস্বা পশ্চিমউদয় খুঁজে ||
পশ্চিমউদয় দিতে যাব পশ্চিম অবনী |
জন্মদাতা তুল বন্দী রহিব জননী ||
এত শুনি কর্পূর কান্দিয়া অচেতন |
চলিল ময়না দেশ নাহি দেখে গন ||
নফর চাকর কত চলিল সংহতি |
দিবস রজনী ধায় ময়না বসতী ||
ধর্মের চরণে সদা নিবেশিত মন |
দ্বিজ রূপরাম গান ধর্মের কীর্তন ||

অবধানে শুন লোক ধর্মের মঙ্গল |
শ্রবণে কলুষ নাশ বাঞ্ছা নিরমল ||
অবিলম্বে পাল্য রাজ্য ময়না ভুবন |
জোড়হাথে জননী সমুখে নিবেদন ||
লাউসেন বন্দী হৈল গোউড় আলয় |
বাদল ভাঙ্গিতে বলে পশ্চিম উদয় ||
অবিলম্বে চল রাজ্য গোউড় ভুবন |
ব্যাকুল হয়্যাছে দাদা বিপাক বন্ধন ||
তুমি যদি থাক রাজ-কারাগারে |
তবে নিদারুণ মাস্বা পারে ছাড়িবারে ||
রঞ্জাবতী মনে করে পড়িল বজ্জর |
কল্যাণী মাণিকী কান্দে ধূলায় ধূসর ||
চারি পাটরাণী কান্দ্যা হইল আকুল |
বুড়া রাজা কর্ণসেন নাঞি বান্ধে চুল ||
আকুল হইয়া কান্দে ময়নার লোক |
পুত্র মৈলে যেমন জননী পায় শোক ||
রঞ্জাবতী বলে রাজা গৌড় চল যাই |
ময়না নগরে আর কার মুখ চাই ||
কালু ডোমে ডাকিয়া আনিল রঞ্জাবতী |
হাথে হাথে রাজ্য সঁপে এ চারি রাউতি ||
কথায় বিলম্ব নাঞি সহে তার প্রাণে |
সত্বর বিদায় মাগে পুত্রবধূ স্থানে ||
চারি পাটরাণী শুন আমার বচন |
বন্দীঘরে বত্সর দিবস বিলম্বন ||
সবিশেষ বিদায় কানড়া বিদ্যমান |
রাজভেট লইয়া গোউড় রাজ্যে যান ||
কারাগারে বঞ্চিব আপনি চল রাজা |
এহার কারণে আমি দিনু ধর্মপূজা ||
এত শুনি যাত্রা করে কর্ণ সেন রায় |
সমুখে বেহারা ছিল পালকি যোগায় ||
চতুর্দোলে বসিয়া আপনি চন্দ্রমুখী |
সংহতি চলিল মাসী কল্যাণী মাণিকী ||
অপরঞ্চ গোড়াইল নফর চাকর |
আপনি চলিল পুন কর্পূর পাতর ||
শুভক্ষণে যাত্রা কৈল গোউড় ভুবন |
পার হৈল কালিনী পদুমা দরশন ||
ধর্মপদ কোকনদ করিয়া ভাবনা |
দ্বিজ রূপরাম গীত করিল রচনা ||

পার হৈল ভৈরবী গোউড় দেশ পায় |
দেখা দিল কর্ণসেন রাজার সভায় ||
নরপতি সম্ভাষ করিল নানা ধনে |
কান্দিয়া ধরিল রঞ্জা রাজার চরণে ||
শালে ভর দিতে দুঃখ পাইনু বিস্তর |
পশ্চিমউদয় বিপরীত অবনী ভিতর ||
পাত্রের চরণে ধরি মাগে পরিহার |
বিপদ-সাগর ঘোরে তুমি কর্ণধার ||
ধন দিয়া বিনয় বচন অতিশয় |
তবু রাজা পাত্র তারে না হৈল সদয় ||
গৌড়-কারাগারে রঞ্জা দিল দরশন |
বিপাক বন্ধন দেখি হৈল অচেতন ||
কখন গোউড় আইলে খায়্যা মোর মাথা |
পশ্চিমউদয় দিব সেই কেমন দেবতা ||
পুত্রের বন্ধন নিল আপনার পায় |
একে একে সকল বন্ধন নিল গায় ||
আপনার বন্ধন মায়ের পায়ে দিল |
লাউসেন বন্দীঘরে কান্দিতে লাগিল ||
পশ্চিম উদয় দিতে অস্তগিরি যাই |
কি দিয়া মানাব ধর্ম উপদেশ চাই ||
তুমি মানাইলে ধর্ম চাঁপাইর বনে |
গরুড়বাহন রূপ দেখিলে নয়নে ||
পুত্রের বচন শুনি রঞ্জাবতী কয় |
কাহার শকতি বাপু পশ্চিম উদয় ||
বীর সখা আছে তোর অন্ডির পাখর |
কি করিতে পারে রাজা দশ পুরন্দর ||
লাউসেন শুনি এত কান্দিয়া বিকল |
সম্বরিতে নারে রাজা লোচনের জল ||
বলিতে বলিতে দুই চক্ষে বহে ধারা |
ঘরে কেন লুকাইব যুবতীর পারা ||
বিরাট সদনে যেন আছিলা অর্জুন |
পরাধীন হয়্যা যেন রহিল অরুণ ||
অনুভব করিলে হেথায় সব পাই |
তুমি আজ্ঞা দিলে আমি উদয় দিতে যাই ||
লুকাইয়া সদনে থাকিলে অন্যমত |
হাকন্ড ভুবন যাব তরণীর পথ ||
সূর্যবমশে অবতার ভগীরত রায় |
রত্নমালা পুরাণে মহিমা যার গায় ||
এ তিন পুরুষ মৈল গঙ্গা আরাধনে |
তবু নাহি উদ্ধার হইল পিতৃগণে ||
দুর্বাসার বরে ভগীরথ অবতার |
বিধবার পুত্র হইল বিদিত সংসার ||

.  ******************     

.                                                 
ঘোরবাদল পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
ঘোরবাদল পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
অঘোরবাদল পালা
পৃষ্ঠা -