রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
সুরধুনী শিখরে বহরে অহিরাজ |
বিনতানন্দন দেখ্যা মনে পাইল লাজ  || ]
চরণকমলে শোভে সোনার নপুর |
আপুনি অধীর হৈলা দয়ার ঠাকুর ||
রূপ দেখ্যা মোহিত হইলা নারায়ণ |
সেই তেজে দেবতা জন্মিলা তিন জন ||
বিধাতা শঙ্কর বিষ্ণু বল্লুকার তীরে |
তিন ভাই তপস্যা করেন অনাহারে ||
কত যুগ তপস্যা করেন তিন ভাই |
তপস্যা করেন তার অন্ত নাই পাই ||

তিন ভাই তপস্যা করেন অনাহারে |
রূপরাম গীত গান অনাদ্যের বরে ||

তিন ভাই তপস্যা করেন অনাহারে |
অন্তরে জানিল ধর্ম্ম দেব মায়াধরে ||
মৃতদেহ ধরি ধর্ম্ম পচা গন্ধ গায় |
ছয়-মাসের মড়া হয়্যা জলে ভাস্যা যায় ||
তপস্যা করেন যথা তিন সহোদর |
ভাসিয়া ভাসিয়া গেলা ব্রহ্মার গোচর ||
অবজ্ঞা করেন বিধি পায়্যা পচা ঘ্রাণ |
কোথাকার পাতকী আমার বিদ্যমান ||
এত বলি গেলা ব্রহ্মা তপস্যা রাখিয়া |
বিষ্ণুর নিকটে গেলা ভাসিয়া ভাসিয়া ||
তপস্যা করেন বিষ্ণু হয়্যা একমন  |
আচম্বিতে পচা গন্ধ পাইলা তখন ||
দুরন্ত পাতকী কেবা আইল মোর কাছে |
পাছু হয় পাতকী-পরশ হয় পাছে ||
তপস্যা রাখিয়া বিষ্ণু তখন পালায় |
শিবের নিকটে ভাস্যা গেল ধর্ম্মরায় ||
জলের হিল্লোলে তায় বাজে পচা গন্ধ  |
তখন জানিল শিব সুধা মকরন্দ ||
যোগবলে সকল জানিল সদাশিব |
পশুপক্ষী সয়ালে নাহিক জন্তুজীব ||
রবি শশী সংসারে উদয় কেহ নাই |
কোলে করে নিল শিব জানিল গোসাঞী ||
তান্ডব করেন শিব আনন্দিতময় |
হেনকালে ধর্ম্মরায় হইলা সদয় ||
বর মাগ শঙ্কর সদয় হৈনু আমি |
আমার বচনে ছিষ্টী কর গিয়া তুমি ||
এত শুনি শঙ্কর বলেন সবিনয় |
আমা হৈতে ছিষ্টী গোসাঞী কভু ভাল নয় ||
বড় ভাই ব্রহ্মাকে ডাকিয়া দেহ পান |
সংসার-পালন হেতু তুমি ভগবান ||
এত শুনি নারায়ণ বলেন তখন |
পান দিল শুন ব্রহ্মা ছিষ্টির কারণ ||
উপদেশ পাইয়া ব্রহ্মা ছিষ্টে দিল মন |
একে একে যত ছিষ্টি করেন পত্তন ||
প্রথমে জন্মিল দেখ অহঙ্কার মুনি |
বাতাস বরুণ তেজ আকাশ অবনী ||
অহঙ্কার মুনির হেটে জন্মিল পঞ্চ জন |
তবে সে জন্মিল পাত্র সনক সনাতন ||
দশ মুনির প্রধান নারদ মুনিজন |
স্বয়ম্বর মহামুনি ছিষ্টীর পালন ||
মহামুনি দুখানি করিল নিজ তনু |
যুবতী হইল তায় নাম হৈল মনু  ||
যদিস্যাৎ যুবতী জন্মিল ত্রিলোচনা |
সভাকার মনে হৈল সংসারবাসনা ||
লোকালোক অনেক বাড়িল  পরিবার |
বিধাতার মনে দুঃখ বাড়ে আরবার ||
অর্ধমের পাকে মহী পাতালগামিনী |
বলিতে পুস্তক বাঢ়ে পূর্ব্বের কাহিনী ||
শুন্যভরে কেমনে থাকিবে দেবগন |
ধরিল বরাহরূপ দেব নিরঞ্জন ||
গভীর গর্জ্জন ঘোর দশন উজ্জল |
পাতাল ধরণী ধাম  বরণ ধবল ||

.  

                                               
স্থাপনা পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
||স্থাপনা পালা ||
পৃষ্ঠা                
স্থাপনা পালার আগের পৃষ্ঠায় . . .
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা