রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
পাত্র মহামদ হৈল গৌড় সহরে ||
কর্ণসেন স্বামী হবে মাথার গোসাঞী |
আমার বচনে তুমি যাহ তার ঠাঞী ||
কোন যুগে আমার বচন ব্যর্থ নয় |
ছয় জন্ম মর তুমি যোগের আশ্রয় ||
আর এক জন্ম তুমি শালে ভর দিবে |
তবে পুত্রমুখ তুমি সয়ালে দেখিবে ||
চাঁপাই নদীর ঘাটে ধর্ম্ম দিবে দেখা |
মোর দোষ নাই তোর কপালের
.                                   লেখা ||
যোগবলে ছয় জন্ম মরিবে আপনি |
অমরা রাখিয়া নটী ধাইল অবনী ||
ঋতুবতী হয়েছে মঞ্জরা গুণবতী |
তাহার উদরে জন্ম লইল জাম্বুবতী ||
দশ মাস দশ দিন ছিল গর্ভবাসে |
প্রসব হইল কন্যা উত্তম দিবসে |
দূর্ব্বা ধান্য প্রদীপ মঙ্গল আয়োজন |
সরসোভা নাড়ীচ্ছেদ করিল তখন ||
কুলক্রিয়া সকল সাধিল কুলবতী |
ছ দিনে ষেটারা পূজে জাগরণ রাতি ||
ষষ্ঠী পূজা করিলেন একুশ দিবসে |
দেবকন্যাকূল ধ্বনি জাম্বুবতী-যশে ||
গণনা করিয়া নাম রাখে রঞ্জাবতী |
রূপে আলো দশ দিগ প্রকাশিত
.                                   খ্যাতি ||
চাঁপার বরণখানি পদ্মফুল ফোটে |
হেসে হেসে খেলা করে কেঁদে কেঁদে
.                                    ওঠে ||
এক দুই তিন চারি পাঁচ মাস যায় |
হামাগুলি দিএ কন্যে খেলিএ বেড়ায় ||
কোলে কাখে সদাই রাখিল মঞ্জরা |
হিয়ার পুত্তলী আমার পাছে হয় হারা ||
চাঁদের কিরণ হাসি পরাণ জুড়ায় |
কথো দিন হালা-হোলে খেলিয়া বেড়ায় ||
নিবড়িল কতেক বয়স ছয় সাত |
আঁধারের বাতি রূপ তরণি সাক্ষাৎ ||
রঞ্জাবতী রহে হেথা বেণুরায়ের ঘরে |
রূপরাম গীত গান অনাদ্যের বরে  ||

.     ******************    

|| স্থাপনা পালা সমাপ্ত ||



.                                                                 এই পাতার উপরে . . .     


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
||স্থাপনা পালা ||
পৃষ্ঠা                
স্থাপনা পালার আগের পৃষ্ঠায় . . .
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা