রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
নাকে নাকমাছি পরে নাপান করিয়া |
চাঁদের কলঙ্ক হৈল কিসের লাগিয়া ||
পরিল কুলুপ শঙ্খ সুবর্ণ কঙ্কণে |
করে বাজুবন্ধ ঝাঁপা মাদুলি-রসনে ||
টাড়ের উপরে পরে বাজুবন্ধ ছড়া |
নাপান করিতে যায় দিয়া বাহুনাড়া ||
শশী সিন্ধু অঙ্গুলে অঙ্গুরী ছাবময় |
রবি শশী মিলন দুজনে কেহু হয় ||
গলাভরা পলা পরে শতেশ্বরী হার |
দোসতি তেসতি রসকাঁটি অবিচার ||
চরণে নপুর দিয়া পরিল পাশুলি |
বুকের উপরে রামা পরিল কাঁচুলি ||
কাঁচুলি উপরে কত অপরূপ লেখা |
চাঁদে গরাসিল যেন পক্ষগণ একা ||
কদম্বের তলে কৃষ্ণ ঘাটে সাধে দান |
ত্রিভঙ্গ হইয়া কৃষ্ণ মুরলি বাজান ||
সারি সারি গোপিনী মথুরা বিকে যান |
দানের কারণে কৃষ্ণ ডাকিয়া রহান ||
প্রতিদিন আইস যাহ আমি নাঞী দেখি |
লেখ্যা কব়্যা দান দেহ মথুরার বিকি ||
কৃষ্ণকে দেখিয়া হাসে রাধা চন্দ্রাবলী |
দধির পসরা তব ধরে বনমালী ||
ভূমে রাখি পসরা নবনী ক্ষীর নিল |
দেখি দেখি বলি কৃষ্ণ বদনে ঢালিল ||

তরুতলে দান ছলে বস্যা রাধা কানু |
তখনি বড়াই বুড়ি কেড়্যা নিল বেণু ||
ভাঁড় ভাঙ্গে দধি খায় দিয়া গালাগালি |
বাঁশি বান্ধা দিব তোমার বিচিব মুরলি ||
অতিক্রোধে রাম কানু বড়ায়েরে বলে |
এই অধ্যা লিখেছে কাঁচলি চারি চালে ||
ইজার পরিয়া পরে মেখলা কিঙ্কিনী |
ভূষিত হইয়া পরে গলে হারমণি ||
ফুরাইল নাসবেশ গায়ে মাখে চুয়া |
গুছি দশ পান খায় গন্ডা দশ গুয়া ||
সঙ্গে যতজন দাসী মদনমঞ্জরী |
কার হাতে চুয়া কার হাতে জলঝারি ||

চামর চন্দন কার হাথে করতাল |
মৃদঙ্গ মদিরা বীণা রবাব রসাল ||
দেবসভা যায় নটী নাচিতে নাচিতে |
বাম পদ বাড়াইতে চাল ঠেকে মাথে ||
কাপড়ে ঠেকিল কাঁটা ডান্য আখি
.                                     নাচে |
নটী বলে আমার কপালে কিবা আছে ||
আগু পাছু দাস দাসী করিল পয়ান |
নাচন নাচিতে নটী জাম্বুবতী যান ||
যৌবন গরবে কিছু না জানিল বাধা |
গোপিনী-সমাজে যেন সুখময়ী রাধা ||
সুবদনী সুন্দরী চলিল পায় পায় |
মরালগামিনী কিবা ঐরাবত যায় ||




                                               
স্থাপনা পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
||স্থাপনা পালা ||
পৃষ্ঠা                
স্থাপনা পালার আগের পৃষ্ঠায় . . .
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা