রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
ব্রহ্মা আদি দেবগণ চলিল বিমানে | জয়ধ্বনি মঙ্গল পড়িল চারি পানে || উপনীত অমরা যতেক দেবগণ | সবে বলে ভাগ্যবান সহস্রলোচন || শচীর সহিত ইন্দ্র দন্ডবৎ হয়্যা | রাঙ্গা চরণের কাছে পড়ে লোটাইয়া || [ পদরেণু লয়ে মাথে করিল বন্দনা | সজল প্রদীপ আনে ধান্য ধূপধূনা || সুন্দরী সহিত দিল জয়জয়-ধ্বনি | গীত গায় কিন্নরী মঙ্গলরব শুনি || ] বিমান রাখিয়া সভে বসিলা আসনে | শশী শোভে বেষ্টিত যেমন তারাগণে || হুতাশন পবন বসিলা পুরন্দর | ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সম্মুখে জোড় কর || দেব ঋষি কিন্নরী অপ্ সরা বিদ্যাধরী | বরুণ কুবের আদি বৈসে সারি সারি || বিমান রাখিয়া সূর্য্য আইলা কৌতুকে | তম্বুর লয়্যা নারদ মুনি বসিলা সম্মুখে || বীর হনুমান তখন বলে ডাক দিয়া | আমার বচন ইন্দ্র শুন মন দিয়া || কালি মায়াধর মোরে কহিল নিশিতে | শুনিঞাছি জাম্বুবতী জানেন নাচিতে || দেখিব তাহার নাচ যত দেবগণ | নিবেদিলাম অতের প্রভুর আগমন || তেপ যুগ তপ যদি করে অনাহারে | তথাপি না পায় দেখা দেব মায়াধরে || [ কার বাড়ী নাহি যায় অনাদ্য . গোসাঞী | তোমার ভাগ্যের সীমা দিতে নাঞী . ঠাই || ] এমন বচন ইন্দ্র আপনি শুনিঞা | জাম্বুবতী নৃত্যকীরে আনিল ডাকিয়া || শুন আগে জাম্বুবতী আমার ভারতী | ত্রিভুবনে তোর পারা কে আছে . তুলনা | নাচিতে নাচিতে পাছে হারাও আপনা || মন দিয়া খানিক নাচিবে নাসবেশে | তোর নাচ দেখিতে দেবতা সভে . আইসে || স্থাপনা পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |