রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
নিজ নাম লাউসেন ময়নাতে ঘর |
রাজাকে ভেটিতে যাই গৌড় শহর ||
কর্পূর পাতর সঙ্গে বিপত্তের সাথী |
অনুকূল হয় যদি গাএ হেলে হাথি ||
ত্বরাত্বরি ভেটিব পঞ্চম গৌড়েশ্বর |
বিলম্ব না সহে পথে দেখিব শহর ||
এত শুনি কর্মকার পুনরপি কয় |
নামের কারণে মিতা হৈলা মহাশয় ||
এত শুনি দুই মিতা করে কোলাকুলি |
দুই মিতা পরিল বনের ফুল তুলি ||
জ্যেষ্ঠ ভাই বলিয়া কর্পূর সম্ভাষয় |
বাসা নিতে চল মিতা আমার আলয়||
আকাশ উপরে বেলা হৈল দুই যাম |
দুই ভাই বিশ্রাম লইবে মোর ধাম ||
পুন পুন লাউদত্ত বলে জোড়করে |
যামিনী প্রভাতে কালি দেখিব রাজারে ||
কর্পূর বলেন দাদা অবধান কর |
আজি বাসা নিতে চল তোর মিতা ঘর ||
এত শুনি চলিল ময়নার তপোধন |
যেন, অগস্ত্যের বাড়ী যান শ্রীরাম-লক্ষ্মণ ||
আগে অনুমতি লয়্যা লাউদত্ত যায় |
কর্পূর চলিল পাছু মধ্যে যান রায় ||
মিতা বাড়ী দুই ভাই দিল দরশন |
লাউদত্ত আন্যা দিল কম্বল আসন ||
ভৃঙ্গারে চরণ পাখালিল দুই ভাই |
দেশের দেখিল শোভা চারিপানে চাই ||
কর্পূর পাতর সদা রূপে গুণে আলা |
কামিলার দুয়ারে রাখিল ঝারি ফলা ||
মৈত্র-বাসে দুই ভাই অতি অনুপাম |
প্রণাম করিতে পারি কৃষ্ণ-বলরাম ||
লোকে বলে সুজন জগতে বলে ভাল |
লাউসেনের রূপে যেন গৌড় হৈল আল ||

অনাদ্যের পদরেণু ভরসা কেবল |
দ্বিজ রূপরাম গান ধর্মের মঙ্গল ||

.      ******************      

|| গোলাহাট পালা সমাপ্ত ||

.                                                              এই পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
গোলাহাট পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
গোলাহাট পালা
পৃষ্ঠা -