রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
পড়িল কোটাল রণে অবশেষ নাই |
কন্ধে মুন্ডে রুধিরে ভাসিল কত ঠাঁই ||
কালুর বিক্রম দেখি পালায় কোটাল |
সিংহের সমীপে যেন সারঙ্গ শৃগাল ||
কাঙুরের কোটাল সমরে দিল ভঙ্গ |
দ্বিজ রূপরাম গান বিধাতার রঙ্গ ||

সমর জিনিল বীর কালু ধনুর্ধর |
কোটাল পালায়্যা গেল কাঙুর ভিতর ||
নিজ সেনা সমরে পড়িল সর্বজন |
ধাইল পবন বেগে বিপাক গহন ||
সভা করি কাঙুরে বস্যাছে কর্পূরধল |
কোটাল কান্দিয়া বলে তরাসে বিকল ||
রক্ষা নাহি কাঙুরে অনর্থ বড় হৈল |
কালুসিংহের সমরে অনেক সেনা মৈল ||
আচম্বিতে হানা দিল নাঞি বোলচাল |
মঘবান ঐরি যেন বিক্রম বিশাল ||
পড়িল সকল ঢালী বন্দুকী ধানুকী |
অপরঞ্চ জিবার বাসনা নাঞি দেখি ||
দিগম্বর মনে করে তেজিব কাঙুর |
কালরূপে দেখা দিল কেমন অসুর ||
একেশ্বর দেখিলু দোসর কেহ নাই |
কুঞ্জর সমুখে যেন সিংহের বড়াই ||
দুই দন্ডে কাটিল সকল দলবল |
পার হয়্যা আসিয়াছে গন্ডকীর জল ||
এত শুনি কর্পূরধল কোপে কম্পমান |
বদন শসীর বর্ণ অরূণ নয়ান  ||
সাজ সাজ আপনি বলিছে ঘনে ঘন |
দুরদুর দামা বাজে গোলার নিঃস্বন ||
ডিগি ডিগি শবদে কাড়ায় দিল কাঠি |
টলবল করে রাজা কাঙুরের মাটি ||
আপনি কর্পূরধল সাজ সাজ ডাকে |
সভাই হেত্যার বান্ধে কেহ নাই থাকে ||
চৌদিগে সত্বর সাজে রাজার দলবল |
সৈয়দ কোমর বান্ধে পাঠান মোগল ||
কাল ভেরিকাল বাজে দগড় দাদুড় |
পঞ্চপাত্র আগে সাজে চঞ্চল কাঙুর ||
কেহ-বা ঘোড়ার পিঠে কেহ-বা কুঞ্জরে |
ইন্দ্র আদি দেবতা কাঁপিল সব ডরে ||
রাজার ভাগিনা সাজে মানসিংহ রায় |
পঞ্চাশ হাজার ঘোড়া আগু পাছু ধায় ||
নানাবর্ণ সিফাই যুবক আর জরা |
সুবর্ণ পাগড়ি শিরে সলম্বিত ডোরা ||
দুহাথে হেত্যার ধরে আর বাগডোর |
সৈন্ধব পাথর পারা সিংহ হৈতে জোর ||
বীর কালু বলিয়া তর্জন করে রাণা |
হেত্যার বান্ধিয়া উঠে রণে দিতে হানা ||
কত ঠাঞি শিঙ্গা পড়ে কত ঠাঞি কাড়া |
কত ঠাঞি সাজন করিছে হাথি ঘোড়া ||
সর্দার সিফাই সাজে সতন্তর সেনা |
জাঙ্গড়া সৈয়দ সেখ আগুলিল থানা ||
জয়সিংহ সাজিল উত্তর প্রতীহার |
বাহাত্তর কাহন সংহতি তীরন্দার ||
কামানী কামান সারে শিলিদার শিলি |
নৈ কাহন দেখা দিল রায়বেশে ঢালী ||
খানসামা সঙ্গে সাজে খালেজাদ ভায়া |
হাজার ধানুকী সঙ্গে পাগে রামটায়া ||
ঝাঁকিমল্ল সাজে কর্পূরধলের শ্বশুর |
নামজাদা ভূঞা সেই নিবাস লাহুর ||
ক্ষেম খায় কাঙুরে রাজাকে ধরে ছাতি |
যাহার সংহতি সৈন্য হাজার পদাতি ||
তিনবার হানা দিল এগার সিন্ধুর |
দশ হাজার ঘোড়া সঙ্গে টাঙ্গ বান্ধা ক্ষুর ||
রণজয় কোটাল সাজিল সতন্তর |
রণসিংহ মিঞা সাজে যমের দোসর ||
কুঞ্জরের গলায় সুবর্ণ গন্টা বাজে |
অশ্বপৃষ্ঠে রাউত পতঙ্গ যেন সাজে ||
অনুহিতমান রবি বিষম প্রলয় |
দশদিগ হাথি ঘোড়া একাকারময় ||
সাজ সাজ বলি ডাকে রাজা কর্পূরধল |
দ্বিজ রূপরাম গান শ্রীধর্মমঙ্গল ||

দুরদুর শব্দ ঘোর চৌষট্টি বাজনা |
কালুর উপরে সাজে সাত লক্ষ সেনা ||
হুড়হুড় শবদ সঘনে গোলা পড়ে |
ফণিমণি উপরে ধরণীখাল নড়ে ||
অষ্ট কুলাচল কাঁপে সমুদ্রের জল |
আনে বলে বসুমতী যায় রসাতল ||
অনুহিত চারিদিগে ঘোড়ার দাবড়ি |
কুঞ্জর চরণে মহী-সররুহে ডেড়ি ||
দামামার শবদ অনেক দূরে যায় |

.      ******************      

.                                                   
লিঙ্গবিভা পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
কলিঙ্গবিভা পালার আগের পৃষ্ঠায় . . .
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
রূপরামের ধর্ম্মমঙ্গল
কলিঙ্গবিভা পালা
পৃষ্ঠা -