রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
ঔষধে রাখিল গুয়া গাছ ফল তার |
পাটরাণী বরণ করিতে বর যায় ||
পরিপাটি পরম ঔষধ সাবধান |
বাসরে খায়াতে চায় দিয়া গুয়াপান ||
কলিঙ্গার বড় বনি নাম চন্দ্রকলা |
ঔষধ নির্মাণ করে বরণের ডালা ||
বিশাশয় রচিল আশদ পাতের ঠুলি |
দূর্বা ধান্য রাখিল সারিয়া গুলি গুলি ||
আমলকী রাখিল চন্দন গোরোচনা |
মুনিমন্ত্র মণিরাম মোহন ঘটনা ||
বামহাথে কাজল বরের চক্ষে দিতে |
সাবধানে রাখে ধনি মোহন সহিতে ||
সযতনে আনিল মকর মাছের কাঁটা |
বরণের সময়ে কপালে দিতে ফোঁটা ||
গুয়া পান সারিয়া ঔষধ কত তোলে |
যেন রাজা লাউসেন কলিঙ্গা রাখে কোলে ||
কবরে বিছতি বড় পাগলার  মূল |
লাজ খন্ডি লঘুগতি আনে বড় শূল ||
বৈশাখের ফুল নিল মকরের কুঁড়ি |
তিল সজ্জ মিশাল করিল তার গুঁড়ি ||
ক্ষীর খন্ড দিয়া খায়াইব রায় |
অরুন্ধতী পানে যেন ফিব়্যা নাহি চায় ||
উপহারে অনেক ঔষধ যত মাখে |
পাঁচ ফুল জানিঞা শ্রবণে যেন রাখে ||
আশ্বিনের ছিন্যা জোঁকে তুলিল কাজল |
রমণী লোচনে দিলে পুরুষ পাগল ||
অনেক রচিল রামা ঔষধ বিধান |
বিবাহ বাসরে বড় মায়্যার নাপান ||
কলিঙ্গার বিভা হেতু সভার উল্লাস |
লাউসেনে ভুপতি করেন অধিবাস ||
ব্রাহ্মণ পন্ডিত ঘটা বসিল আসনে |
অধিবাস করিল ময়নার তপোধনে ||
মাথায় মুকুট দিল ব্রাহ্মণের বোলে |
আরোহণ করিল সুবর্ণ চতুর্দোলে ||
মহাকবি পন্ডিত কুলীন বিশাশয় |
সংহতি হইল দেশ দশমুখ হয় ||
কেহ বলে পঞ্চমীর চন্দ্র দিল দেখা |
কত ঠাঞি বাদ্য বাজে কেবা করে লেখা ||
হাওয়াই চরকি ছোড়ে গুলিফুল বাণ |
গোলায় আগুন দিতে উরিল পরাণ ||     
রসবাতি ধূপাচি ধুনাচি সমতুল |
অবনী হইতে উঠে আগুনের ফুল ||
ভিক্ষুক ব্রাহ্মণ ভাট উভমুখে ধায় |
বিবাহ করিতে রাজা লাউসেন যায় ||
বীর কালু তের দলুই সেনের সংহতি |
দরশন দিল গিয়া রাজার বসতি ||
বান্ধব সহিত রাজা কর্পূরধল যায় |
জামাতার হাথে ধরি ঘরে লয়্যা যায় ||
বসাইল পূর্বমুখ কমল আসনে |
বেদের বিহিত মত করিল বরণে ||
কস্তুরী চন্দন চুয়া নানা অলঙ্কার |
নানামতে জামাতার করিল বেভার ||
বরণে আনিল বর ভাই বন্ধুজন |
হেনবেলা আইল যতেক আয়োগণ ||
সমুখে উথ্বান ডালা ধরিল কিঙ্করী |
বরেরে বরণ করে রাজার সুন্দরী ||
মোহন মুকুটে রাণী দিল দুর্বা ধান |
চরণে ঢালিল দধি অসিত সমান ||
নয়ানে কজ্জল দিয়া জুখিল অধর |  
ঔষধের ফোঁটা চিটা সাধিল বিস্তর ||
নিছনি করিয়া পান পেলে তিনবার |
আশিষ করিল তবে গজমোতি হার ||
অতঃপর আয়োগণ বর দেখে চায়্যা |
মনঃকলা খায় যত কাঙুরের মায়্যা ||
সুবর্ণের পাটে কন্যা সাজিল তখন |
বরকন্যা অরুন্ধতী দেখে সর্বজন ||
প্রদিক্ষণ সুন্দরী করিল তিনবার |
বরমালা গলে দিয়া করে নমস্কার ||
চারি চক্ষে চাওাচাই নাড়িল ছামনি |
জয় জয়কার দিল কুলের রমণী ||
নিবারিল যত কিছু বচন নিহরে |
শুভক্ষণে কর্পূরধল কন্যাদান করে ||
চারিদিগে ব্রাহ্মণ সকল বেদ গান |
ধর্মের পিরিতে রাজা কন্যা করে দান ||
দান দিল দাস দাসী হেম রূপা তুলা |
জয় কৃষ্ণ বলি দোঁহে বান্ধিল গাঁঠেলা ||
জামাতা তুষিল রাজা দিয়া নানা ধন |
বরকন্যা দেখে লোক লক্ষ্মী নারায়ণ ||
পরম কৌতুকে হোম করিল অঙ্কতি |
ব্রাহ্মণে দক্ষিণা দিল চরণে প্রণতি ||
কন্যাবর নিজ ঘরে নিল পাটরাণী |
ক্ষীর খন্ড ভোজন করিল নৃপমণি ||
বাসঘরে শয়নে পদ্মিনী শোভে কোলে |
রসবাতি বাসঘরে চারিদিগে জ্বলে ||
লাউসেন কলিঙ্গা দোঁহে করিল শয়ন |
রাধিকা কৃষ্ণের কোলে শুতিল যেমন ||
আনন্দিত দোঁহা দুহুঁ মেলিল নয়ন |
বাসঘরে শোভিল সাক্ষাত কুঞ্জবন ||
পরম কৌতুকে তবে রহিল শয়নে |
রাধাকৃষ্ণ দুঁহে যেন নিকুঞ্জ ভবনে ||
শয়নে রহিল সেন কোলে চন্দ্রমুখী |
বীর কালু তের দলুই সদর চউকি ||
লাউসেন বিভা হৈল কাঙুর ভিতর |
দ্বিজ রূপরাম গান শ্রীরামপুরে ঘর ||
এখানে রহিল গীত সভে বল হরি |
রথভরে ধর্মরাজ চল স্বর্গপুরী ||

.      ******************      

|| কলিঙ্গবিভা পালা সমাপ্ত ||

.                                                              এই পাতার উপরে . . .   


মিলনসাগর
কলিঙ্গবিভা পালার আগের পৃষ্ঠায় . . .
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
রূপরামের ধর্ম্মমঙ্গল
কলিঙ্গবিভা পালা
পৃষ্ঠা -