রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
পিতা পুত্রে স্বর্গ যাব হব সাধ মনে | আরোহণ কর গিয়া ধর্মের বিমানে || বুড়া রাজা কর্ণসেন বলেন বচন | আমি নাঞি যাব বাপু বৈকুন্ঠ ভুবন || অমূল্য রতন আছে আমার ভান্ডারে | এই সব রত্ন আমি দিয়া যাব কারে || হের আস্য বাপা হে তোমারে দিল বর | যুগে যুগে রাজা হও ময়না নগর || কোনকালে ব্যর্থ নহে আমার বচন | অপরঞ্চ জননী চরণে নিবেদন || শুন গো জননী তুমি চল স্বর্গবাস | পূর্ণ হৈল সকল মনের অভিলাষ || ধর্মরাজা রথঘর পাঠাল্য আপনি | ময়না রাখিয়া চল বৈকুন্ঠ সরণি || রঞ্জাবতী বলে তবে বিনয় বচনে | স্বামীকে রাখিয়া স্বর্গ যাব কোন গুণে || গোলোক বৈকুন্ঠ দুই স্বামীর চরণ | এহাকে চাহিয়া বড় আছে কোন্ জন || শুন গো জননী আমি দিল এই বর | দ্বাদশ বত্সরে যাহ আমরা নগর || একে একে বর দিল যত প্রজাগণে | মাঝপথে দেখা হৈল কালুডোম সনে || লাউসেন বলে কালু শুনহ্ বচন | সুবর্ণ বিমানে চল বৈকুন্ঠ ভুবন || কালুডোম বলে যদি মদ মাংস পাই | তোমার সহিত তবে সুখে স্বর্গ যাই || মদ মাংস নাহি তথা বলে দুবরাজ | কালুডোম বলে তবে স্বর্গে নাঞি কাজ || হের আস্য বীর কালু তোরে দিল বর | ঝাপড় হইয়া থাক অবনী ভিতর || লঘুবর্ণ সমাজে তোমার আগে পূজা | এই বর দিল তারে ময়নার রাজা || নানা বর্ণে বাদ্য বাজে উত্কল ময়না | স্বর্গ যায় লাউসেন উঠিল ঘোষণা || বিমানে বসিল রাজা বনিতা সহিত | বারটি ভকিতা রথে বৈসে হরষিত || শারী শুয়া পক্ষ আর অন্ডির পাখর | সামুলা আমিনি আর কর্পূর পাতর || দেখিতে দেখিতে রথ উঠিল আকাশ | বিমান কিরণে তিন লোকের প্রকাশ || আকাশ গঙ্গার ঘাটে দিল দরশন | স্নান সমাধিয়া পাল্য বৈকুন্ঠ ভুবন || ধর্মের সমাজে গিয়া দরশন দিল | ঊনকোটি দেবগণ আনন্দে দেখিল | দক্ষিণে দেখিল সেন যমের আলয় | বর্ণভাবে মুক্ত হৈল কশ্যপতনয় || ঝাঁপ দিল এ মায়া আগুনে সর্বজন | দেবতা হইয়া গেল পূর্ব নিকেতন || কশ্যপনন্দন গেল আপনার ঘর | শ্রীধর্মে মিশাল হৈল কর্পূর পাতর || বারটি ভকিতা গেল ব্রহ্মার নগরে | অশ্ব বাদী সমাগত সূর্যের মন্দিরে || সামুলা আমিনি পাইল ইন্দ্রের ভুবন | শাপে মুক্ত শারী শুয়া বিপ্রের নন্দন || অন্ডির পাখর ঘোড়া বাহন প্রবলা | বহিতে লাগিল গিয়া ছ মাসের পালা || আনন্দে বিভোল হয়্যা নাচে সুররায় | এত দূরে ধর্মের মঙ্গল হৈল সায় || ব্রাহ্মণ ঠাকুর দিবে ঘটে বিসর্জন | এত দূরে সাঙ্গ হৈল ধর্মের কীর্তন || শাকে সিমে জড় হৈলে যত শক হয় | তিন বাণ চারি যুগ বেদে যত রয় || রসের উপর রস তার রস দেহ | এই শকে গীত হৈল লেখা কব়্যা লেহ || সভাজন চায়্যা ধর্ম করিবে কুশল | বারমতি পূর্ণ হৈল ধর্মের মঙ্গলবার|| দ্বিজ রূপরাম গায় অন্যাদ্যের পায় আসর সহিত ধর্ম হবে বরদায় || . ****************** || স্বর্গারোহণ পালা সমাপ্ত || . এই পাতার উপরে . . . মিলনসাগর |