রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
কালি কিম্বা পরশ্ব তোমার বিভা দিব |
রূপবতী রাজকন্যা হুকুমে আনিব ||
এক রাত্রে দশগন্ডা বিভা দিতে পারি |
সংসার ছাড়িয়ে কেন বৈরাগী-বেশ ধরি ||
দিন কথ ভান্ডার লিখিয়া থাক রায় |
মনে দুখ পায়্যাছে সুবর্ণ যেন পায় ||
এত যদি গৌড়শ্বর করিল আশ্বাস |
বাঘছাল রাখিয়া পরিল পট্টবাস ||
মহারাজ পরাইল অষ্ট অলঙ্কার |
শোক পাসরিয়া বৈসে জয়মুনি ভান্ডার ||
দরবার ভাঙ্গিয়া রায় করিল গমন |
বাসাকে বিদায় হৈল বারভূঞাগণ ||
অনাদ্যার মায়া কহনে নাঞী যায় |
দ্বিজ রূপরাম গায় অনাদ্যের পায় ||

দুই পায়ে রাজার যে উচিত কমল ( ? )  |
আগু পাছু নফর ভৃঙ্গার গঙ্গাজল ||
অন্তর মহল বৈ দিল দরশন |
ভানুমতী রাণী বস্যা অপূর্ব্ব আসন ||
ছোট বনি সমুখে বস্যাছে রঞ্জাবতী |
পট্টবাস আপুনি পরাইল ভানুমতী ||
কথদূর হৈতে দেখে আপুনি রাজন |
রঞ্জাবতী কন্যা দেখি ভাবে মনে মন ||
কোন দেবতার কন্যা মোর অন্তপুরে |
রূপ দেখে দেবতা রহিতে নারে ঘরে ||
এত ভাবি রাজা গেল রাণীর নিকটে |
জিজ্ঞাসিল মহারাজা ইনি কেবা বটে ||
প্রণাম করিয়া বলে ভানুমতী রাণী |
রঞ্জাবতী বিদ্যাধরী অনুজা ভগিনী ||
অনুজা ভগিনী মোর নাম রঞ্জাবতী |
কালি আস্যাছিল বনি আঁধিয়া ( ? )  রমতি ||
কালি পাঠাইয়া দিব বড় দুঃখ মনে |
মায়ের জীবন ধন বিদিত ভুবনে ||
সাধের ভগিনী ছোট মায়ের পরাণ |
পরিচয় পায়্যা রাজা বলে বিদ্যমান ||
রাজা বলে রঞ্জাবতী তুমি হৈলে শালী |
আপুনি যাচিয়া দিবে যৌবনের ডালি ||
রঞ্জাবতী বলে শুন গৌড়ের ঈশ্বর |
তোমার সদৃশ কত আমার নফর ||
পরিহাস ভূপতি করিল কুতূহলে |
রাণীকে বলিছে কিছু বসিয়া বিরলে ||
বিরলে বসিয়া বলে নৃপচূড়মণি |
কর্ণসেনে বিভা দিব তোমার ভগিনী ||
তুমি মন করিলে তাহার বিভা হয় |
জ্ঞাতি-বন্ধু পালনে অনেক পুণ্য হয় ||
ভানুমতী রাণী বলে শুন মন দিয়া |
রঞ্জাবতী বিভা যদি দেহ লুকাইয়া ||
মহাপাত্র এ কর্ম্ম করিতে নাঞী দিব |
বুড়া বর কর্ণসেন এ বোল বলিব ||
তবে যদি এ কথায় তুমি দিলে মন |
লুকাইয়া বিভা দেহ গৌড় ভূবন ||
বসন্তের পাবকে ফেলিলে পদ্মফুল |
[ বনি ] কোলে করি কান্দে সহজে আকুল ||
দুইমতি দিবসের শিশির পালা সায় |
অনাদ্যমঙ্গল দ্বিজ রূপরাম গায় ||

.     ******************       

|| আদ্য ঢেকুর পালা সমাপ্ত ||





.                                                                 এই পাতার উপরে . . .     


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| আদ্য ঢেকুর পালা ||
পৃষ্ঠা                     ১০
দ্য ঢেকুর পালার আগের পৃষ্ঠায় . . .
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকুর পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা