রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
নিদা বলে হেন গড় কভু নাঞি দেখি |
উড়ে যেতে গগনে না পারে কোন পাখি ||
রাজ্যের দেখিয়া শোভা প্রাণ উড়ে যায়  |
কৌশিক বাসরে দেখি না দেখি উপায়   ||
চোর বলে এহাতে কেমনে হানা দিব |
এহাতে কেমনে চুরি লাউসেন করিব  ||
রাজার দরবারে আমি নিল ফুল পান |
গড়ের নির্ম্মাণ দেখি উড়ল পরাণ ||
না ভজিল হরি দ্বিজে দান নাঞি দিল |
এত বলি চোর সব কান্দিতে লাগিল ||
এক কোটী জনমে মনুষ্য জন্ম পায়  |
এহাতে তস্কর আমি মিছা জন্ম যায় ||
দিন মধ্যে একবার না বলিল হরি  |
প্রাণ গেল সদাই পরের কার্য্য করি ||
কেহ বলে ময়না যাবেক কোন জনে  |
পাত্রের ভাগিনা চুরি করিব কেমনে ||
কোন মতে এবার ময়না হানা দিব |
যদি জীয়ে এবার অনেক কাল জীব ||
কেহ বলে এইখানে হইব পারাপার |
চোর আছ কমল কমলে অবতার ||
বেলা আছে বিস্তর পতঙ্গ পানে চায় |
আসন করিল চোর গাছের তলায়  ||
ইন্দা মাট্যা বলিল চোরের মহাগুরু |
নিদা সন্নিধানে তার সদা বাক্য সরু  ||
কেহ চেলা হইল সমুখে জোড় হাত  |
ধাত্তাধাই চরণকমলে প্রণিপাত  ||
মারিচি সন্ত্রষ ( ? ) মায়া করিল আরম্ভ |
দৈত্যগুরু সমুখে শিষ্যের বড় দম্ভ ||
মৌনগতি কল্পনা অনেক মন্ত্রণা করে |
গুরু গোসাঞি বলিয়া চরণে গিয়া ধরে ||
মুখে শোভা বিভূতি কঠিন চক্ষে চায়  |
মহাজন দেখিলে প্রণাম করে পায়  ||
বসিয়া এসব চোর করে কানাকানি |
নিন্দা বলে পূজা কর বিষ্ণুর জননী  ||
ভবানী করিয়া পূজা মেগে নিব বর  |
তবে যেতে পারি রাজ্য ময়না নগর ||
ধর্ম্মের মায়া বুঝনে না যায়  |
ধর্ম্মের মঙ্গল দ্বিজ রূপরাম গায়  ||

কানাকানি যুক্তি করে চোর পাঁচ জন |
দেবীপূজা আনন্দ করিল আরম্ভন ||
পঞ্চভাজা পরিপূর্ণ তায় খন্ড চিনি |
আরম্ভিল দেবীপূজা সমুখ রজনি ||
চাঁপা কলা ছড়া ছড়া গঙ্গাজল নাড়ু |
পান ফুল পরিপূর্ণ কাঞ্চনের গাড়ু ||
ধুপধুনা আনিল অনেক আয়োজন |
কমল কুমূদ কহ্লা ( ? ) কস্তুরি চন্দন  ||
কাল ধল ছাগল দিল বলিদান |
মহাবিদ্যা জপ করে হয়্যা সাবধান ||
মন্ত্রের অধিক বলে সকল দেবতা |
স্মরণ করিতে দেবী হইলে উপনীতা ||
কাজলবরণ কালী গলে মুন্ডমালা |
দুহাতে খর্পর কাতি দশন বিশালা ||
পরিপাটী মড়ার উপরে দুই পা |
নিকটে শিবার শুনি বিপরীত রা  ||
মনুষ্যের ফুল কানে বিশালবদনা |
জবাজুতি টসটস দীঘল রসনা  ||
কালিকা বলেন বাপু মেগ্যে লহ বর |
অধিকার দেব কিছু ইন্দ্রের উপর ||
যে বর মাগিবে তোরে সেই বর দিব |
মনের বাসনা তোর সফল করিব ||
এত যদি বাষুলি বলিল ঘনে ঘন |
স্তব করে ইন্দা চোর অভয়চরণ ||
তুমি জয় ব্রহ্মাণী জনক জৈমুনি |
তোমার মহিমা গুণ ভাগবতে শুনি ||
বিপত্ত্যে করিলে রক্ষা বসুদেব-সুতে  |
সর্ব্বজয়া যশোদানন্দিনী নমস্তুতে ||
গোদাবরী গোবিন্দী আপনি গর্গ ঋষি  |
পৈরাগ মথুরা হরিদ্বার বারাণসী  ||
জীবজন্তু জল তুমি সাগরসঙ্গম |
তুমি বিষ্ণু বিধাতা বরুণ ইন্দ্র যম ||
রাজার হুকুম বড় যদি বর দেন |
চুরি করি লইব ময়নার লাউসেন ||




.                                             
লাউসেন-চুরি পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
লাউসেন-চুরি পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| লাউসেন-চুরি পালা ||
পৃষ্ঠা