রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
দেখাদেখি কর্জনা রাখিল কত দূরে | কালীচক গিআ গেল বারবকপুরে || ভৈরবী গঙ্গার নীরে দিল দরশন | অনুকূল হইল বেলা রবির কিরণ || লাউসেনে করিয়া কোলে সেইখানে রয় | গজমাতা তস্কর সিন্ধারে কিছু কয় || এতক্ষণ কেহ বলে প্রাণ আইল ধরে | প্রাণ উড়ি গিয়াছিল ময়নার গড়ে || কেহ বলে অনেক দিবস খাব ভাত | আপনার মাথায় আপনি বুলায় হাত || বড় ভাগ্য জয় হৈল দক্ষিণের হানা | নিরীক্ষণ করে সভে পাত্রের ভাগিনা || নির্ম্মল সুধীর যেন শিরিষের ফুল | পঙ্কজসদৃশ দৃষ্টি চরণ রাতুল || তিলফুল উন্নতি নাসিকা অনুপাম | তনুরুচি শোভে যেন দুর্ব্বাদল শ্যাম || রাজদন্ড কপালেতে কমল ভূজঙ্গ । কি দিয়া গড়িল বিধি রসের তরঙ্গ || চারি দন্ড সভাই লাউসেন দেখে চায়্যা | হাপুতির বাছা বলে আনে করে দয়া || নিন্দা বলে এখানে করিব কালীপূজা | নদীকূলে আনন্দে সারিব সিদ্ধিভুজা || দন্ড দুই বিলম্বে রাজার ঠাঞি যাব | ভেট দিয়া লাউসেন বাড়িতে অন্ন খাব || সোনা পাব দুই কানে তোড়ল দুই করে | মুখ চেয়ে বালক বনিতা সব ঘরে || বলিতে বলিতে সভে বৈসে সেই ঠাঞি | ভূপতির রিপু হৈল দয়া মায়া নাই || কেহ [ বলে ] লাউসেন পেলে রাখ গনে | গজসিঙ্গা চোর বলে পেলে রাখ বনে || নিন্দা বলে বাঁজি-বেনা সমুখে বিস্তর | ইথে পেলে রাখ ভাই লাউসেন কোঙর || এই সব যুক্তি কৈল চোর পাঁচ জনে | লাউসেন পেলিয়া রাখ বাঁজি-বেনা বনে || অজ্ঞান বালক বনে বসন-পিহিত | সকরে সকরে ( ? ) যেন করিল শোভিত || একে বাঁজি-বেনা বন উভে দুই হাত | তার উপর বসন পাতিল পারিজাত || তার মধ্যে লাউসেন রাখি প্রাণপণে | নিদ্রা যান লাউসেন বাঁজি বেনা বনে || ডাল পালা পেল্যা তার চারি পানে রাখে | অনুমান কিবা জানে পশ্চাৎ রিপু থাকে || জোড়া শিঙ্গা বাজিল কাড়ায় দিল কাটি | বাতাসে বসিল চোর বিছাইআ পাটি || পরিণামে বিভোল বদনে জল দেয় | কেহ বা উঠিতে নারে কেহ ধেয়্যা নেয় || গঙ্গা নারায়ণ বলে রাম কৃষ্ণ হরি | হাথ নেড়্যা রাখিল শ্রীকৃষ্ণ আর হরি || ঢাল খান্ডা রাখিল ভূষণ আর বেশ | স্নান করিবারে চলে ছাড়ি মল্ল-বেশ || স্নান পূজা তর্পণ সারিল গঙ্গাজলে | সিদ্ধিভুজা সারিতে বসিল তরুতলে || গোটা দশ মল্লিকা চাঁপার মালা কেনে | গলায় পরিয়া বেশ মলয়পবনে || কপালে তিলক তার তরণি-কিরণ | রাজ্যের ঠাকুর কিবা আরম্ভ এমন || বারি-পরিপূর্ণ কেহ আনে রামরস | ঘটা করি বসিল ভোজনে সিদ্ধিরস || পরিসর পাতিলেক পাটের পাছুড়ি | তার উপর ঝিলি নাড়ু চিড়া-ভাজা মুড়ি || আনন্দে বসিয়া সভে সিদ্ধিভুজা খায় | সদাগর বলিআ পথুক বলে যায় || কার কার বদনে তুলিয়া কেহ দেয় | রাম রাম শব্দ কব়্যা রামের নাম নেয় || রাম রস পেয়্যা কেহ কৃষ্ণ বলে ডাকে | হাজার হাজার হাথি বাম হাতে রাখে || চোর সব সত্বর গঙ্গার জল খায় | বেনাবনে লাউসেন লয়্যা যায় চোরে || বিষ্ণু বলে পশ্চিম-উদয় নাই হল্য | এই পাকে ধর্ম্মের ভকিতা কক মল্য || এ মহীমম্ডলে পুনু না হল্য বারমতি | কলি যুগে কুটিল জীবের কোন গতি || ধর্ম্ম বলি কলি যুগে কেহ না জানিব | কত আর উদ্ধার করিব সদাসিব || রাম নাম ভজিয়া কতেক হৈল পার | তবু নাহি হৈল ধর্ম্ম-পূজার প্রচার || পরিত্রাই শব্দ করে দেবতা অসুর | আপনি লাউসেন রাখ মায়ার ঠাকুর || . লাউসেন-চুরি পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |