রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
মার্জার সমান গণি হাথি মাণিকরাজ |
এহারে বধিলে আমি পাব বড় লাজ ||
যদি আজ্ঞা আপনি করেন গৌড়েশ্বর |
পাটহস্তী এখনি পাঠাই যমঘর ||
মালসাট মারিয়া দরবার হৈতে উঠে |
পরাক্রম দেখিয়া রিপুর বল টুটে ||
বাক্য শুনি সকলে লাগিল চমত্কার |
শিশুকে যুঝাবে হাথি বড় অবিচার ||
দরবার বসিয়া কেহ কানাকানি করে |
বিধাতা হইল বাম বৈদেশী কুঙরে ||
পাত্র বলে এখন মনেতে জন্মে সুখ |
ধর্মকথা ভাবিয়া সভার মনে দুখ ||
যারে দেখি হারিল বনের বাঘটি |
সেই মহাবীরকে এমন কার্য কি ||
এত শুনি মাহুত ডাকিল পুনর্বার |
গদা মাহুত ছিল তথা করিল জোহার ||
পাত্র বলে মাহুত শুনহ মন দিয়া |
মাণিকরাজ হস্তী আন সাজন করিয়া ||
বিলম্ব না সহে গজ আনহ তুরিত |
ভাগিনা লড়িব আজি তাহার সহিত ||
এত বলি মাহুতে বাহিরে কথা কয় |
লাউসেনের মৃত্যু যেন এইবারে হয় ||
অবশ্য তোমারে গদা করিব নেহাল |
তুরিত আনহ হস্তী করিয়া মাতাল ||
বিশাশয় ঘড়া মদ শুঁড়িঘরে লবে |
উদর পুরিয়া তাহা কুঞ্জরে খাওাবে ||
অজ্ঞান হইলে শীঘ্র হেলাইবে গায় |
একবার চাঠিলে পাতাল যেন যায় ||
ভাগিনা হইলে বধ কানে সোনা দিব |
সভা হৈতে মর্যাদা মাহিনা বাড়াইব ||
এত শুনি গদা মাহুত উঠাইল পান |
পাটহস্তী লয়্যা তবে শুঁড়িঘর যান ||
হাথে ধরি অঙ্কুশ হস্তীর কান্ধে বৈসে |
দরশনে পথিক পালায় বামপাশে ||
গজঘন্টা গলায় সুন্দর শব্দ শুনি |
চরণে চরণে যায় চঞ্চল অবনী ||
দূরে হৈতে দেখে হস্তী হিমালয় আভা |
যুগল জঠর পাশ পুখুরের গাবা ||
কুলাপ্রায় দুটি কান চায় ঘনে ঘন |
শুঁড়িঘরে গিয়া শীঘ্র দিল দরশন ||
হস্তী লয়্যা মাহুত শুঁড়ির নাছে রয় |
বামহাথে অঙ্কুশ ডাকিয়া কথা কয় ||
নিজালয় আছ ভাই রামদাস শুঁড়ি |
রাজপাত্রের বড়ই হইল দড়বড়ি ||
ভাল মদ বাছ্যা দিবে বিশাশয় ঘড়া |
মাতুল ভাগিনা বড় বাজিল ঝকড়া ||
লাউসেন আস্যাছে ময়নার তপোধন |
এ সব অনর্থ তার বধের কারণ ||
আপনি পাঠায়্যা দিল পাত্র মহামদ |
ব্যালিশ মোহর এই দিয়াছে নগদ ||
হেম লয়্যা মাহুত দিলেক হাথে হাথে |
অবিলম্বে মদ আন হস্তীর সাক্ষাতে ||
একতিল এখানে বিলম্ব নাহি সয় |
জ্বলন্ত মদের ঘড়া শুঁড়ি সব বয় ||
হাত বাড়াইয়া রাখে হস্তীর সমুখে |
শুন্ড বাড়াইয়া খায সরস চুমুকে ||
বিশাশয় ঘড়া মদ করিল ভক্ষণ |
আর মদ খাইলে হইব অচেতন ||
মনোজ বিহারে বড় মাতিল কুঞ্জর |
নিঃশ্বাসে উড়িয়া গেল শুঁড়ির পাটঘর ||
হুদুরা প্রাচীর ভাঙ্গি করে খান খান |
অঘোর চঞ্চল তবু বিশেষে অজ্ঞান ||
আনচান পাথরে বসায় হাথি দাঁত |
দেহারা দেউল ভাঙ্গে প্রাচীরের কাঁথ ||
আপনা পাসরে হস্তী হইয়া মাতাল |
ইত্যাদি লোকের বাড়ে বিষম জঞ্জাল ||
আছাড়িয়া মারে আর কুরঙ্গ মানুষ |
অধীর হইল হস্তী না মানে অঙ্কুশ ||
মাহুত বসিয়া কান্ধে শঙ্কা নাই মনে |
চলিতে ফিরিতে হস্তী ঘুব়্যা যায় গনে ||
শুন্ড তুলি ঘুরে যেন কুমারের চাক |
সিংহের সমান ডাকে বিপর্যয় ডাক ||
গুঞ্জার বরণ আঁখি ধিকিধিকি জ্বলে |
দিনান্তরে উল্কাপাত যেমনে খসিলে ||
কান্দে গদা মাহুত রাখিতে নারে হাথি |
শুন্ডের কাছাড় মারে অন্তরীক্ষ গতি ||
দোসারি দোকান ভাঙ্গে আর কোঠাঘর |
চমকিত দরবারে আপনি গৌড়েশ্বর ||
দিগে দিগে দুর্দুর পড়িল ধাওাধাই |
রাজ্যের রক্ষণে রাজা দিলেক সিফাই ||
বড় বড় ঘর পাএ চুরমার করে |
শিমুল বকুল তায় ফেলএ অম্বরে ||
মাহুতে মারিতে চায় শুন্ডের কাছাড়ে |
প্রাণ লয়্যা মাহুত লুকায় আড়ে-ওড়ে ||
দুই আঁখি মুদিত মাতাল হয়্যা বুলে |
শিন্ডে ধরি ঐমনি পাথর ঘর তুলে ||
ঐমনি গগনে ফেলে দশবিশ হাত |
তায় অজা আর কত মনুষ্য নিপাত ||
ভয় পায়্যা সংসার উঠএ বড় গাছে |
নৌতন নটুয়া পারা পাটহস্তী নাছে ||
অন্তরীক্ষে উত্তরিল রাজার সভায় |
বস্যাছিল বারভূঞা উঠিয়া দান্ডায় ||
রাজা বলে মাহুত সামাল দেহ ভাই |
পাত্র বলে রিপুর বদনে লাগে হাই ||
সভাসদ সজ্জনের মুখে নাই রা |
মুখ চায়্যা কান্দে গদা মাহুতের মা ||
তৃষ্ণায় আকুল গদা জল চায় খাত্যে |
কোন বীর হস্তীর সমুখে নারে যাত্যে ||
মহাপাত্র আপনি বলিছে ডাক দিয়া |
লাউসেন ভাগিনা কোথা আইস আগু হয়্যা ||
সভে বলে লাউসেন সূর্যের ভকিতা |
মাতঙ্গ বধিতে আজি দেখিব যোগ্যতা ||
পাটহস্তী বধিলে বকশিস্ দিব ঘোড়া |
ময়না পামরি দিব কলধৌত জোড়া ||

.      ******************      

.                                                   
স্তিবধ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
স্তিবধ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
হস্তিবধ পালা
পৃষ্ঠা -                  ১০  ১১